
তোমার সাথে দেখা করাটা ভীষণ জরুরী
যেমন জরুরী..
কোন মুমূর্ষ রোগীর জন্য এম্বোলেন্স।
আগুন লাগা কোন বস্তিতে দমকলকর্মী।
পানিতে ডুবতে থাকা মানুষের লাইফজেকেট।
ভবঘুরে কোন পাগলের জন্য একমুঠো সহানুভূতি।
আমি জেনেছি তুমি এক প্রতিষেধকের নাম।
আরো জেনেছি আমার যে মরনব্যাধি,
তার একমাত্র ঔষধ তোমার খোশমেজাজী চুমু।
সুতরাং তোমার সাথে দেখা করাটা ভীষণ জরুরী।
দেখা করো, বাঁচাও, বাঁচতে দাও…!!
ট্রাফিক সিগনাল পড়ে যাবে,
আটকে রেখেছি শহুরে সমস্ত গাড়ি।
দ্রুত পার হয়ে আসো জেব্রা ক্রসিং,
তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি।
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
999
মনিরুজ্জামান অনিক
একবার চেষ্টা করে দেখতে হবে।
ধন্যবাদ।
হালিমা আক্তার
এইজন্যই রাস্তায় এতো জ্যাম। যাক তবু সে আসুক, কিন্তু আসবে কি করে। ৫০ মাইল জ্যামে আটকা পড়েছে সে। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
হা হা হা
দারুণ বলেছেন।
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
আজকাল এর রোগ বেশী হচ্ছে কবি দা
ভাল থাকবেন————
মনিরুজ্জামান অনিক
ঠিক বলেছেন।
ধন্যবাদ।
আপনি-ও ভালো থাকবেন।
হালিম নজরুল
আমি জেনেছি তুমি এক প্রতিষেধকের নাম।
————-বাহ।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।