
আজ আমার জন্মদিন। আবার সোনেলা ব্লগেও আমি সর্বকনিষ্ঠ সন্তান হয়ে জন্মেছি। এই পরিবারে জন্ম নিতে পেরে আমার অগ্রজ ভাইবোনদের কাছে যে ভালোবাসা ও সম্মান পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা স্বরূপ আমার অগনিত ভাইবোনদের জন্য ব্লগার তৌহিদের কাছে একটি খোলা চিঠি।
আদরের ছোট্ট ভাই তৌহিদ।
চিঠির আকারেই লিখছি। সোনেলাতে পদার্পন হয়েছে আমার অত্যন্ত প্রিয় লেখক ও শ্রদ্ধাভাজন শুভাকংখী ও ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষ এম ইঞ্জা ভাইয়ের সুবাদে। উনিই আমাকে সোনেলার উঠানে ধপাস করে ফেলে দিয়ে বললেন, একটা ঘরের উঠানে আপনাকে দাঁড় করিয়ে দিলাম। আপনার কষ্টার্জিত কাজগুলি সারা বিশ্বের বাংলা ভাষাভাষির মানুষেরা জানতে পারবে আপনার কাজ ও গুনবলী সম্পর্কে। আরো অনেক কথা সেদিন সেলফোনে নিজের পকেটের অর্থ ব্যায় করে আমাকে বলেছিলেন। আমি অভিভুত হয়ে লোভে পড়ে যাই। তিনি নিজেই আমার একাউন্ট খুলে দিলেন এবং উনার মূল্যবান সময় নষ্ট করে আমাকে শিশু শ্রেনীর ছাত্রের মতন হাতে ধরে অ, আ, ক, খ করে শিক্ষা দিলেন কিভাবে ব্লগে লিখতে হয়। আমি কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয়ানেষু এম ইঞ্জা ভাইয়ের কাছে।
সোনেলা ব্লগে সর্ব কনিষ্ঠ সন্তান হয়ে জন্ম নেবার পর নেমে আসলো কিছু দুঃচরিত্রের নোংরা মানুষের নিকৃষ্ট মনোভাব ও ভাষা। যা আমাকে ব্যাথিত করে। আমি কোন কুল-কিনারা না পেয়ে এম ইঞ্জা ভাইয়ের শরনাপন্ন হলাম। উনি উনার সুন্দর মন দিয়ে আমাকে শুধু একটাই কথা বললেন ভাইজান, ধৈর্য্য ধরুন আর অপেক্ষা করুন। স্বপ্নীল সুন্দর নীল আকাশে যে কালো মেঘের ভেলাগুলি ভাসছে তা এক সময় বৃষ্টি হয়ে ঝরে যাবে। চকচকা রোদ উঠবে। আর সেই রোদের ঝলকানিতে সোনেলা ব্লগ খিল খিল করে হাসবে।
উহু..!!
উনার কথায় আমি আশস্ত হতে পারলাম না। মনে মনে সব সময় ভাবতাম ভ্রুন থেকে জন্ম নেয়া অবুঝ নিষ্পাপ শিশুটি কোথায় এসে হাবুডুবু খাচ্ছে।
তারপর দিন আদরের ছোট্ট ভাই তৌহিদকে ফোন দিলে সে আমাকে বিস্তারিত জানায়। আমি আশস্ত হলাম। আর প্রতিজ্ঞা করি যে উঠানে আমার জন্ম সেই উঠানকে কাঁদা-মাটি দিয়ে লেপন করে পৃথিবীর সুন্দরতম একটি উঠান হিসেবে গড়বো। যা দেখে বিশ্বের সকল বাংলা ভাষাভাষিরা বিমোহিত হবে। কুৎসা রটনাকারীরা আফসোস করবে জীবন থেকে কি হারালাম।
তৌহিদ,
ব্লগে আমার জন্মদিনে শুভেচ্ছা জানানো তোমার লেখাটি পড়ছিলাম আর আমার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়িছিলো। এই দৃশ্য তুমি হয়তো তিনশত কিলোমিটার দূর থেকে দেখতে পাবে না। কিন্তু আমার বিশ্বাস তোমর সুন্দর হৃদয়টা আমার সুখের কান্নার জলে ধুয়ে গেছে। সোনেলা ব্লগের যে ভাইটিকে আমি সর্বপ্রথম স্বচক্ষে ও শারিরিক ভাবে দেখি সেটা হলে তুমি। সেদিন রাজশাহীতে শত কাজের ফাঁকে দূর্যোগপূর্ন আবহাওয়াকে উপেক্ষা করে আমার সাথে যখন দাঁড়িয়ে ছিলে তখন মনে হচ্ছিলো পৃথিবীটা আসলেও কমলা লেবুর মতন গোল ও সুন্দর। তারপর থেকে তোমার সহযোগিতা ও ভালোবাসা আমাকে আপ্লুত করে নিমগ্ন রেখেছে এই পরিবারের সাথে। অথচ আমি একজন অগুনী মানুষ। যার ফলশ্রুতিতে ব্লগকে দেবার মত কিছুই অর্জন করতে পারিনি। এই ব্যার্থতার দায়ভার আমার একার।
বেশ কয়েক মাস ধরেই সহবাস করছি সোনেলা ব্লগের অন্যান্য ভাই বোনদের সাথে। সর্ব কনিষ্ঠ সন্তান হিসেবে আমার অগ্রজ ভাইবোনদের ভালোবাসা, সম্মান ও আদর আমাকে দিন দিন আপ্লুত ও দূর্বল করে ফেলছে।
পরবর্তীতে গত ফেব্রুয়ারী মাসে সোনেলার অষ্টম জন্মদিনে সরাসরি দেখা পাই আমাার অগ্রজ ভাই বোনদের। দেখা মিললো ব্লগের পিতা জিসান ভাইয়ের সাথে। ছাইরাস হেলাল ভাই তার কনিষ্ঠ ছোট ভাইকে এত ভালোবাসেন ও আদর করেন সেদিন দেখা না হলে অজানাই থেকে যেতো। সেদিন গোলা ভরে আমার ভাই বোনদের ভালোবাসা ও শ্রদ্ধাও পেয়েছিলাম । অথচ সেদিন স্বার্থপরের মতন সব নিয়ে আসলাম। কিছুই দিয়ে আসিনি।
দেখা পেলাম বন্যা,রেহানা,সুরাইয়া আপুদের মতন অনেক বোনদের। নিতাই দাদা,মমি ভাই,বড়ুয়া দাদা, অনন্য অর্ণব ভাইয়া, আমাদের ডেভলপার ভাই ও ডাক্তার ভাবী, আমার অত্যন্ত প্রিয় লেখক ও কবি হালিম নজরুল ভাই সহ এমন অনেক ভাইদের। (অনেকের নাম এই মহুর্তে আমার মনে পড়ছে না। তাই মনে না পড়া ভাইবোনদের কাছে ক্ষমাপ্রার্থী।) আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনাদের আপ্যায়ন ভালোবাসা ও শ্রদ্ধাকে জানাই সশ্রদ্ধ সালাম।
অথচ সেই মহুর্তটায় তোমার সুন্দর ও সাবলীল চেহারার হাসিটা বার বার ফুটেঁ উঠছিলো আমার দুই চোখের সামনে। সেদিন তুমি থাকলে ভাইবোনদের মিলনমেলা আরো সুন্দর ও প্রানবন্ত হতো বলে আমার বিশ্বাস। তারপরও তোমার অনুপস্থিতি এক মূহুতের জন্যও অভাবে ফেলতে দেননি আমার অগ্রজ ভাই বোনরা।
পরিশেষে আমার অগ্রজ ভাই বোনদের সাথে সোনেলা ব্লগে আমি আছি ও থাকবো। যতদিন বেঁচে থাকবো আর সোনেলা থাকবে ততদিন আমিও বেঁচে আছি এই পরিবারের সাথে। আমার জন্মদিনে তোমাদের ভালোবাসা,আদর,সম্মান ও শ্রদ্ধায় আমি ঋনী হয়ে রইলাম। এই ঋন শোধ করবো ভালোবাসা ও আদর দিয়ে। যে ভাবে আজ তোমাদের ভালোবাসায় জড়িয়ে রেখেছো আমৃত্যু এমন ভালোবাসায় জড়িয়ে থাকতে চাই আমার ভাই বোনদের কোলে কোলে। তোমার মাধ্যমে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা। সবাই ভালো থাকুক এই সুন্দর প্রকৃতির বসুন্ধরায়।
আমার সব ভাই বোন সহ দেশের সকল মানুষকে একটি বার্তা দিয়ে চিঠিটা শেষ করলাম।
ঘরে থাকুন
সুস্থ্য থাকুন
করেনার ভয়াবহতা থেকে মুক্ত থাকুন।
আমরা সুরক্ষিত থাকলেই দেশ সুরক্ষিত থাকবে।
ইতি,
তোমার পাখি ভাই।
৬৩টি মন্তব্য
নুরহোসেন
শুভ কামনা রইলো।
শামীম চৌধুরী
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
ধন্যবাদ ভাই। আপনাকেও শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
এত দিন শুধুই পাখি-পুখি দেখতাম, তার আড়ালে যে এমন সুন্দর মন এমন ভাষায় লুকিয়ে আছে
তৌহিদ সাহেবের লেখা না এলে ‘কত অজানারে’ বলেই কাত হয়ে থাকতে হতো।
ভেবে আবার লিখব, একটু আবেগ প্রবন হচ্ছি!!
শামীম চৌধুরী
কৃতার্থ ভাই।
তৌহিদ
হেলাল ভাইজান কত কত কথাই অজানা রয়ে যায়। মাঝেমধ্যে প্রকাশ করে ভালোবাসাকে মুক্তডানায় উড়িয়ে দিতে হয়।
ভালো থাকবেন ভাই।
সুপর্ণা ফাল্গুনী
আপনার চিঠি পড়ে আবেগ আপ্লুত হয়ে গেলাম। সোনেলাতে নতুন হিসেবে আমি যে সম্মান ও ভালোবাসা সবার কাছে পেয়েছি তাতে আমিও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সবার যাত্রা শুভ হোক সোনেলার উঠোনে। জন্মদিনের কেক কবে খাবো সেটা বলতে ভুল করবেন না পাখি ভাই। শুভ জন্মদিনের শুভেচ্ছা রইলো
শামীম চৌধুরী
ধন্যবাদ আপু
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
আমিও আপ্লুত হয়েছি আপু। পাখি ভাই খুব ভালো মনের মানুষ। আর আপনিও নিজের অবস্থান করে নিয়েছেন সোনেলায়। এভাবেই এগিয়ে চলুন দিদিভাই।
শুভকামনা সবসময়।
সুপায়ন বড়ুয়া
পাখি ভাইয়ের এই জন্মদিনে জানাই আমন্ত্রন
সময় সুযোগ পেলে যদি করেন বিচরন
জন্মদিনের শুভেচ্জা দিলাম তৌহিদ ভাইয়ের লিখায়
সুযোগ পেলে দেখে নিবেন যদি চোখ যায়।
আপনার চিঠি জানতে পারলাম ভালবাসার কথা
আমরা সবাই গেথে রাখব সোনেলায় সারাজীবন।
শুভ কামনা।
শামীম চৌধুরী
কবিরা কলমে সুন্দর
পাখিরা বনে
পাখি ভাই আরো ভাগ্যবান
থাকে সবার কোলে।
ধন্যবাদা দাদা
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
আপনার জন্যের শুভকামনা দাদা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
আপনার বিষয় সম্পর্কে অজানা অনেক ছিলো তৌহিদ দাদার উপস্থাপনে জানতে পেরে আমি অভিভূত।
আপনার, চিন্তাধারা ও প্রকৃতির, পাখি নিয়ে এতো সুন্দরভাবে লেখার বিবরণ যা মুগ্ধতা ছাড়া আর কী আছে!
.
শুভ জন্মদিন।
শুভকামনা দাদা।
অনেক অনেক ভালো থাকুন।
চিঠি পড়ে আবেগ আপ্লুত হলাম।
শামীম চৌধুরী
দাদা
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা দাদা। ভালো থাকবেন।
হালিম নজরুল
আবেগাপ্লুত হলাম ভাই। ভাল থাকুন সবসময়।
শামীম চৌধুরী
নজরুল ভাই আপনার লেখার আমি একজন ভ্ক্ত।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন ভাই।
সুরাইয়া পারভীন
চিঠি যেনো হৃদয়ের কথা বলে। আবেগ মাখানো চিঠি পড়ে আমারও বলতে ইচ্ছে করছে সোনেলাকে ভালোবেসে, সোনেলার উঠানে বসবাসরত সব ভাই-বোনদের ভালোবেসে যেতে চাই।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো দাদাভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
ধন্যবাদ আপু
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
আপনার জন্যেও একরাশ শুভেচ্ছা রইলো আপু। ভালো থাকবেন সবসময়।
কামাল উদ্দিন
পড়লাম আপনার খোলা চিঠি। মনে পড়ে যায় আমরা যখন প্রথম আলো ব্লগে ব্লগিং করতাম তখনকার পরিবেশ। ওখানে আমরা সবাই ছিলাম একটা পরিবারের মতো। প্রত্যেকে প্রত্যেককে যার যার প্রাপ্য সম্মানটুকু দিয়ে ব্লগটাকে মাতিয়ে রাখতাম। এখানে এসে সেই সুবাসটা পাচ্ছি, আশা করছি আমাদের এমন শ্রদ্ধা বোধ আর পারিারিক বন্ধনটা অটুট থাকবে চিরকাল।
শামীম চৌধুরী
বন্ধন অটুট থাকুক চিরকাল এই দোয়াই করি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকুন সব সময়।
তৌহিদ
সোনেলার ব্লগারদের নিজেদের মধ্যে আন্তরিকতা অন্যদের হিংসের কারন ভাই। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। পাশে আছেন দেখে কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
মনির হোসেন মমি
আগে জন্মদিনের অভিনন্দন🌹🌹 জানালাম।ভাল থাকবেন সুস্থ থাকবেন।
আবেগে আপ্লুত হলাম।
শামীম চৌধুরী
মমি ভাই ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন ভাই।
জিসান শা ইকরাম
অত্যন্ত আবেগ দিয়ে লেখাটি পড়ে আমাকেও কিছুটা আবেগে পেয়ে বসলো।
ইঞ্জা ভাই আপনার কথা বলেছিলো প্রথমে আমাকে।
যুগে যুগে সব কালেই কিছু মীরজাফর চরিত্রের লোক থাকে। একসময় তারা ধরাও খায়। তাদের চরিত্র উন্মোচিত হয় সবার কাছে। আর পরিনামে তারা ধ্বংস প্রাপ্ত হয়। তাদের স্থান হয় আস্তাকুঁড়ে। আপনি তা দেখেছেন এবং দেখছেন। সৎ থাকলে একসময় কালো মেঘ দূরে চলে যাবেই। আজ সোনেলার অবস্থান তাদের ধরা ছোয়ার বাইরে চলে গিয়েছে।
যে আস্থা আপনি এবং আপনারা সবাই রেখেছিলেন সোনেলার উপরে, তাতেই সমস্ত চক্রান্তকারীরা পরাভুত হয়েছে। সোনেলা দিন দিন সমৃদ্ধ হচ্ছে আপনাদের পদচারনায়।
তৌহিদ ভাই অত্যন্ত আন্তরিকতা পুর্ন একজন মানুষ। তাকে ছোট ভাই/ বন্ধু হিসেবে পাওয়া সৌভাগ্যের।
আপনাকে দেখেছি মিলন মেলায়। যেমন ব্যাক্তিত্ব সম্পন্ন ভেবেছি আপনাকে, আপনি ঠিক তেমনই।
সোনেলা আপনার মত একজন সোনালী মানুষ পেয়ে ধন্য।
ভালো থাকবেন সারাক্ষণ,
শুভ কামনা।
শামীম চৌধুরী
ভাইজান আপনি হচ্ছেন এই ব্লগের পিতা সমতুল্য দিক নির্দেশনা দাতা। আপনার সান্নিধ্যে থাকতে পেরে গর্ব বোধ করি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
মন্তব্যে প্রীত হলাম ভাইজান।আপনাকে পাশে পেয়ে আর সোনেলা আমাদের জন্য উন্মুক্ত করার জন্য কৃতজ্ঞতা সবসময়।
ভালো থাকবেন ভাইজান।
ছাইরাছ হেলাল
এই মওকায় ইঞ্জা ভাইকেও ধন্যবাদ দিয়ে রাখলাম, সে না হলে আমাদের পাখি ভাই পাখি ভাই-ই না।
আবার বলি, এখন ছবি তোলার জগতের বাইরে আমার অবস্থান, যদিও পোটলায় ক্যামেরা বহন করি।
কিন্তু এখন ও কোন এক অজানা করণে ছবি বিষয়ক বিখ্যাত লেখালেখি পড়ি, পড়তে পছন্দ করি। পৃথিবী বিখ্যাতদের কিছু কাজ দেখি।
এই রে দেখুন শিবের গীত শুরু করে দিয়েছি।
সোনেলায় আপনি আসাতে বুঝতেই পারছেন একটু আনন্দের বাড়াবাড়ি মন থেকে।
এতএব ভাল থাকবেন আপনের মত আপনার হয়ে, সকল আনন্দে ও দুঃখে।
নিরাপদে থাকুন।
শামীম চৌধুরী
ভাইজান আপনি হচ্ছেন সোনেলায় আমার আগ্রহ দাতা। সব সময় পাশে চাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
যাক আপনার বিষয়েও অনেক কিছু জানলাম ভাইজান। ছবি আমার অন্যতম প্রিয় সাবজেক্ট। ভালোগাগাগুলো কেমন মিলে যাচ্ছে।
রেহানা বীথি
এই লেখার মাধ্যমে আমাদের সবাইকে আবেগতাড়িত করে দিলেন ভাই! ভালো থাকুন সবসময়। আনন্দ আর সুস্থতা ঘিরে থাকুক আপনাকে।
শামীম চৌধুরী
ধন্যবাদ আপু
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন আপু।
আরজু মুক্তা
চিঠি মানে জানালার ধারে বসে মনের কথা বলা।
ভালো লাগলো।
শুভকামনা দুজনের জন্য।
শামীম চৌধুরী
মুক্তা আপা
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা আপু।
সঞ্জয় মালাকার
জন্মদিনের শুভেচ্ছা শামীম দাদা।
ভাল থাকুন সবসময় শুভ কামনা।
শামীম চৌধুরী
কৃতার্থ দাদা
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা আপনার জন্যও শুভ কামনা রইলো, ভালো থাকুন সবসময়।
তৌহিদ
আপনিও ভালো থাকুন দাদা।
ইঞ্জা
চোখের পানি ধরে রাখতে পারলাম না ভাই, এমন ভালোবাসা পেলে যে কেউ খুশিতে কাঁদতে বাধ্য।
এক আকাশ ভালোবাসা জানবেন ভাই আপনার শুভ জন্মদিনে।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো আমার অন্তরের অন্তস্থল থেকে।
শামীম চৌধুরী
ভাইজান আপনি হচ্ছেন আমার জন্য সোনেলায় পথ প্রদর্শক।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
ইঞ্জা
ভালোবাসা জানবেন ভাই।
তৌহিদ
আপনি আমার অন্যতম প্রিয় ভাই। আপনাকে নিয়েও অনেক ভালোবাসার কথা জমে আছে মনে। লিখবো কোন একদিন দাদা।
ভালোবাসা জানবেন।
ইঞ্জা
অপরিসীম ধন্যবাদ ও ভালোবাসা জানবেন ভাই।
সাবিনা ইয়াসমিন
ইঞ্জা ভাইজান সোনেলার অভিভাবকদের অন্যতম একজন। তার আন্তরিকতা আর স্নেহময়তায় আমরা তাকে বড় ভাইয়ের স্থান দিয়েছি। তিনি আপনাকে এখানে এনে আমাদের আরেকজন ভাই এনে দিয়েছেন। ধন্যবাদ শব্দটা তাতে কম হয়ে যাবে। সোনেলার বিপর্যকালীন সময়ে সত্য মিথ্যার পার্থক্য নির্নয়ে যারা অগ্রণী ভূমিকা রেখেছিলেন, আপনিও তাদের মাঝে একজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সোনেলা আগের চাইতেও আলোকিত নক্ষত্রে পরিণত হতে পেরেছে এই কারণেই।
পরিশেষে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা আপনাকে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। শুভ জন্মদিন 🌹🌹
শামীম চৌধুরী
অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
ধন্যবাদ আপু।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর , শুভেচ্ছা ।
শামীম চৌধুরী
ধন্যবাদ ভাই। কৃতার্থ।
শবনম মোস্তারী
এমন আবেগ আর ভালবাসা মাখানো লেখা সত্যি মনটাকে নাড়া দিল। সেদিন তৌহিদ এর সঙ্গে আমারও যাবার কথা ছিলো, কিন্তু আবহাওয়ার বৈরিতার কারনে বের হইনি। সে জন্য আর আপনার সঙ্গে দেখা হলোনা দাদা..🙁
অনেক অনেক শুভকামনা রইলো দাদা..
সারা জীবন হাসি খুশি থাকুন, ভালো থাকুন ,যেনো আমরা অনেক অনেক পাখি সম্পর্কে জানতে পারি।
শামীম চৌধুরী
তাহলে তো কপাল আমার মন্দই বলতে হবে। তৌহিদের সাথে আপনার দেখাটা হলেও আরো ভালো লাগতো।
আপু,
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
আরেব্বাস! আপনার মনে আছে দেখছি সেদিনের কথা!!
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুরাইয়া নার্গিস
অসাধারণ একটা চিঠি পড়লাম,হৃদয় ছুঁয়ে গেল পাখি ভাই।
জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনার জন্য।
ইঞ্জা ভাইয়া, এস.জেড বাবু ভাইয়ার মাধ্যমে আমি সোনেলায় আসছি, তবে এখানে সবার ভালোবাসা, সম্মান, স্নেহে মুগ্ধ হয়েছি।
সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
শামীম চৌধুরী
আপু
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল।
তৌহিদ
আপনিও সোনেলায় আপনার অবস্থান করে নিয়েছেন আপু। আপনার লেখা আমাদের নাড়া দিয়ে যায় মনে।
ভালো থাকবেন আপু।
তৌহিদ
ভাইজান, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরী হলো উত্তর দিতে তাই। আসলে আমাদের অফিস ছুটি নেই। করোনাভাইরাস প্রকোপে সবার ছুটি বাতিল, ফুল টাইম অফিস। অন্যান্য ব্যস্ততাতো আছেই।
আপনার এমন আবেগপূর্ণ লেখায় নিজেও অনেক আবেগাপ্লুত হয়েছি। ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। সেদিন আপনি ফোন দিয়েছিলেন বলেই আজ আপনাকে বড়ভাই হিসেবে পেয়েছি। ব্লগের এখন যারা আছেন সবাই অনেক আন্তরিক। ঝড়ঝাপটা আসবেই তবে সত্যের জয় হয় এটাই নিশ্চিত।
ইঞ্জা ভাই, জিসান ভাই, হেলালভাই, মমি ভাই, সাবিনা আপু এনারা অনেক ভালো মনের মানুষ। মিলনমেলায় যেতে পারিনি তবে আপনাকে সহ সবাইকে খুব মিস করেছি আমি নিজেও।
এই পোস্টের মাধ্যমে যে সম্মান ভালোবাসা আমাকে দিলেন আজীবন মনে ধরে রাখতে চাই। দোয়া করবেন ভাইজান। নববর্ষের শুভেচ্ছা রইলো।
শামীম চৌধুরী
অসংখ্য ধন্যবাদ আমাকে সবার সমানে তুলে ধরার জন্য। কৃতার্থ।
তৌহিদ
শামীম ভাই, আসলে যাকে নিয়ে এরকম শুভেচ্ছা পোষ্ট বা খোলা চিঠি লেখা হয় নিয়ম হচ্ছে মন্তব্যের জবাবগুলি তাকেও দেয়া। সময়ের অভাবে আসতে পারিনি। দেরী হবার জন্য দুঃখিত ভাই। আমার হয়ে জবাব দিয়েছেন দেখে কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভালো থাকবেন ভাইজান।