ধ্বনিরা সব শূন্য ফু হয়ে উড়ে বেড়ায়
চতুর্দিকে পার্থিবে,
যূথ-চিন্তনের ভিড়-বাট্টায় নিঃসঙ্গ গৃহহীন নিবিড় ভাবে
দু’ফোঁটা রক্তাশ্রু একান্তের এই নিগূঢ় গৃহযুদ্ধে;

এই তো অবশ-বিবশ সবল-জানু মেলে রেখেছি,
পরস্পরের কাঁড়াকাঁড়ি বিহীন, মন উজাড় করে রক্ত চোষ,
কামের টঙ্কারে বলকে ছলকে ফোঁটায় ফোঁটায়, তরল হাসিতে
টুং টাং শব্দ তুলে, নিরীহ পরাভবের ছল ধরে।

প্লাটিলেট নেমে যাক, ধীরে ধীরে নয়, ধাই ধাই করে,
পাঁচ হাজারে নেমে আসুক, আচ্ছন্ন হয়ে যাই গভীর থেকে গভীরতম ঘুমে;
নাহ, কেউ আর জাগিয়ে তুলবে না, অতলের শেষ নিঃশ্বাস থেকে,
ছুঁয়ে যাক এবার শুদ্ধ স্তব্ধতার চাদরে।

মেয়াদোত্তীর্ণ/বিফল ঔষধ ফি বছর দেব, কথা দিচ্ছি,
কিনে নেব বিনা দুস্তরে, এক-ই মালখানা থেকে।
এক হালি ঝাড়ু-হাতের শুটিং চালু থাকবে
ঢাক-ঢোলের সহরতে।
আক্রমণের দিন তারিখ আগাম জানাই থাকবে!!

গুজবের মিছিলে সারাক্ষণ সব কিছুই নিয়ন্ত্রণে
অগুনতি মৃতের আহাজারি এড়িয়ে।
এসেছে ডেঙ্গভেক্সিয়া, ৯-১৬ বছরের শিশুদের ভ্যাক্সিন,
দ্বিতীয়বার আক্রান্ত হলে, হবে প্রয়োগ!! প্রথমের কী হবে!!

হে ডেঙ্গু, অনেক তো হলো জীবনাবসান, এবারের মত মাফ করে দাও
শাকান্ন আহারে পরিতৃপ্ত এ বিসর্জিত হীন-জীবনের বিনিময়ে।

এসো আবার আগামীতে, নূতনের কোন কুহক মেলে
যখন থাকবো না, কোলাহলের সিংহদ্বারে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ