একটি অ-লেখার ছিন্নাংশ……১

ছাইরাছ হেলাল ২৩ মে ২০১৩, বৃহস্পতিবার, ০৭:৫৫:৩৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

প্রতিটি দিন বা রাত্রি –সূর্যাস্ত বা সূর্যোদয় পৌনঃপুনিকতায় ভাস্বর , প্রতিটি দিন বা রাত্রি –সূর্যাস্ত বা সূর্যোদয় নিত্য দেখা দেয় নূতন নূতন রঙ নিয়ে – আসে আলোকময় আলো বা আলোকিত অন্ধকার নিয়ে –নিয়ে আসে নূতন স্পর্শ বা স্পর্শহীন স্পর্শ। এ এক অনাবিল আশ্চর্য সুন্দর রূঢ় বিমুরতা ।

ভাবছি......

বসে আছি নত চোখে ধুন ধরে
তোমার ই উঠোনে , পিঁড়ি পেতে;
তোমাকে দেখব বলে......
নিরবে সরব অপেক্ষা
পলকহীন গাঢ় নিশ্চুপ রুদ্ধশ্বাস নিরবতা ;
তবে-----
ভেবোনা তোমাতেই সেঁধোতে হবে
নিয়েছি এমন পণ ,
তুলে দেব হাতে বিষের পুতুল...
স্যাঁতানো সেঁকো বিষ গুজে দেব তোমার ঠোঁটে!
ভালোবাসার  ছলে ।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ