পাখি পাখি.........
ঝিক্‌মিকিয়ে ভেসে বেড়াও রঙীন ডানায় ,
ঐ নীল আকাশে মেঘের দেশে
হয়ে মেঘ বালিকা;
জেনেছো কি আকাশের ঠিকানা ?

নিঃশব্দ হাসিতে একরাশ ঝলমলে আলো ছড়িয়ে বললেন... শুনেছেন এ গানটি কখনও--------
'বিধিরে আমায় ছাড়া রঙ্গ করার আর মানুষ পেলে না '
নিশ্চুপ নিরুত্তর নিরুপায় আমি ।

হা হা ...কতই না সুন্দর কথা ...মাঝে মধ্যেই মনে হয় একটি ইচ্ছে বৃক্ষ পেলে কী যে আনন্দ হত , মনের আনন্দে মনের দুঃখে যখন যা ই পেতে ইচ্ছে হত তা ই না হয় চেয়ে নিতাম অনায়াস প্রয়াসে কিন্তু তাও বা কী করে হবে ? ইচ্ছে  বৃক্ষের যদি কোন ইচ্ছে থাকে বা এই ইচ্ছেদের ও যদি আবার কোন গোপন ইচ্ছে থাকে , তাহলে...............

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ