একটা বকুল গাছ

সিকদার সাদ রহমান ১১ জুন ২০১৯, মঙ্গলবার, ০৬:২৬:৫৯অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

 

জানি তোমারো একদিন মন খারাপ হবে,
চশমাটা নামিয়ে..
শাড়ির আঁচলে মুছবে চোখ।
এলিয়ে দেয়া চেয়ারের বা পাশে তাকিয়ে
আমায় খুঁজবে তোমার দীর্ঘশ্বাস!

ডায়েরির পাতায় কালো অক্ষরে
অনেক অভিশাপ লিখে রেখেছি বে নামে,
প্রতিদিন নিজেই গালমন্দ শুনি নিজের কাছে।
তবুও মন খারাপ হয় না আমার।

কোনো শীতের মাঝ রাতে হিমাদ্রি অনুভবে
আমার কলরবে যদি মন ভেংগে আসে
ভেবে নিও আমিও এসেছিলাম,
তোমার কাছে, তোমার পাশে,
উষ্ণতার বসন হয়ে, দুঃখকে ভালোবেসে।

জানি তুমিও একদিন আমায় পিছু ফিরে ডাকবে।
গোলাপ কে দেবে আমার নাম,
শালিক কে দেবে ভালোবাসা।
পরিক্রমায় ঘুরে বেড়াবো তোমার চার দেয়ালের বেলকনিতে! আলো আঁধারের আবছায়ায়।

....তোমার ও একদিন
আমায় ছুঁয়ে দেখতে ইচ্ছে হবে
সে চাওয়ায় আমার কবরে লাগানো হবে
"একটি বকুল গাছ"

একদিন তুমিও আমায় খুঁজবে,
তখন তোমার চোখ বেয়ে যদি নেমে আসে ঢেউ,
নিশ্চিন্তে থেকো....
জীবনের শেষ পাতায়, শেষ শব্দে
তোমার জন্যে অনেকগুলো ভালোবাসা রেখে গেলাম। তুমি বকুল ফুলে আমার ঘ্রাণ নিও।

#সিকদার_সাদ_রহমান
১৯-০৬-২০১৯

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ