নাহ্ ঘুম আর এলো না কিছুতেই। সমস্ত রাত গেলো নির্ঘুম কেটে। ঘুমগুলো সব বড্ড বেয়ারা হয়েছে। সারাক্ষণ শুধু পালাই পালাই করে, কিছুতেই ধরা দেয় না। এভাবে দিনের পর দিন না ঘুমিয়ে কেউ কী সুস্থ থাকতে পারে? সহায় সম্বলহীন মানুষের আর কিছু না থাকলেও চলে যদি সে শান্তিতে ঘুমাতে পারে। অথচ এই ঘুমও কেমন ইস্তফা নিয়ে চলে গেছে আমার থেকে। নির্জন নিস্তব্ধ এই রাতে নিঃসঙ্গ একলা আমি জেগে বসে কী যে করি?যখন আমি সব হারিয়ে একা তখন তোমরাই তো আমার একমাত্র ভরসা। তোমাদের আঁকড়ে শান্তিতে বাঁচবো। কিন্তু না তোমরাও ছেড়ে গেলে আমায়।

উফফস!কি অসহ্য যন্ত্রণা। তুমি নামক শব্দটি একটু একটু করে কুরে কুরে খাচ্ছে আমার মস্তিষ্ক নামক বস্তুটা। এই একটা তুমিতেই যেনো থেকে গেছে আমার সমস্ত অস্তিত্ব। আমার সুখ-দুঃখ, কান্না-হাসি, আনন্দ-বেদনা এমনকি আমার স্পন্দন প্রক্রিয়াও থেমে গেছে। জেদ করে তুমি'টার থেকে দূরে থাকা যায় বটে কিন্তু কিছুতেই ভালো থাকা যায় না।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ