একজন শহীদ বলছি

শিরিন হক ১ জুলাই ২০১৯, সোমবার, ০১:৪১:০২পূর্বাহ্ন কবিতা ৩৩ মন্তব্য

একজন শহীদ বলছি

আমি সেই শহীদদের একজন শহীদ।
মুক্তি যুদ্ধের জন্য জীবন উৎসর্গ করেছিলাম।
তোমাদের জন্য, একটি স্বাধীন দেশের জন্য আমার মায়ের মুখে হাসি ফুটানোর জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছিলাম।
রেখে গেছিলাম একটি লাল সবুজ পতাকা, একটি স্বাধীন দেশ।।
আমার জীবনের মূল্যে।

শুধু কী স্বাধীন দেশের স্বপ্ন বুনে হায়নার ঝাঁঝালো বুলেটের সম্মুখে বুক পেতে ছিলাম?
আজ এতটা বছর পর আবারও
ফিরে আসতে মন চায় মাগো।
কেনো সেদিন তোমার আঁচল ছেড়ে
আমার স্বপ্ন, আমার সুখের সংসার,
পোয়াতি বউয়ের বুকফাটা কান্না উপেক্ষা করে।
একটি মুজিবের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কেনো, জানো মা?
আমার অনাগত সন্তান যেন স্বাধীন দেশে মানুষের মতো বাঁচতে পারে।
তোমার চোখের এক ফোঁটা অশ্রু কনা যেনো মাটিতে না পড়ে।
আমার খুব কষ্ট হয় মা!
অন্ধকার কবরে প্রতিদিন কত মানুষের লাশ আসে আমাদের কাছে। কেউ যু্বক, শিশু, নারী যারা অকালে জীবন দিয়েছে।
পঁচা লাশের গন্ধে ঘুমোতে পারিনা আমি।
বোনের সম্ভ্রম বাঁচাতে যে রক্ত দিয়েছিলাম সেই সব বোনদের দেহ দেখে ধিক্কার দেই নিজেকে।
কেনো যুদ্ধ করেছিলাম?

কবর থেকে যখন দেখি সন্ত্রাস বাদ, মৌলবাদ মাথা চাড়া দিয়ে ওঠে।

  • আহত সমাজে মেনে নেয়ার দায় দেয় একে অন্যকে
    সবুজ পতাকায় আজ দেখেনা কেউ শহীদদের প্রেম
    আইনের হাত যখন অদেখা কলো হাতে বাঁধা থাকে
    মানুষের হাতে মানুষ মরে, কুকুরের মত রাস্তায় পড়ে থাকে লাশ
    অন্তরে খুঁজে পাইনা একটি নাম!
  • হাতে হাতে কাগজের নোটে জলছবি হয়ে ভাসে আমার জাতির পিতা।
    লজ্জা হয় দেশ প্রেম আজ টাকার কাছে জিম্মি।
    দুর্নীতিবাজদের বীভৎস হাসি সাধারণ মানুষের পেটে মারে লাথি।
    আবারো ফিরে আসতে চাই আমি
    ঘুনে ধরা মানবিকতাকে উপরে ফেলে
    আবারও শহীদ হতে চাই।
    একটি সোনার দেশ স্বর্গের ওপার থেকে দেখতে চাই আমি।
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ