একজন মাহী//

বন্যা লিপি ২৪ আগস্ট ২০২০, সোমবার, ০২:৪৪:০৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

দূর প্রবাস থেকে একজন মাহী দূরাভাসে কথা বলেছিলো ;

বলেছিলো, এইতো বেশ আছি, ভালোই আছি।এখন আর খুঁজিনা প্রেম বা ভালবাসার মানে। পুরো এক  দশক জুড়ে বুঝে গেছি প্রেম ভালবাসা বলতে আসলে কিছু নেই।

একা থাকা অর্থের কাছে ভালো থাকারা নিশ্চিন্তে হেসে খেলে জাপানী ঋতু দেখছি বারোমাস।

ইচ্ছে হলে খেয়ে নেই, নাহলে ঘুমিয়ে থাকি। আপন ভূবণ  জাপটে ধরে করি সুখের উল্লাস।

বলছিলো মাহী-  আজ আমি ভালো থাকি বা খারাপ, আমার আমিকে করে রাখি পরিপাটি, বাসি ভালো আপনমনে আপনারে। আজ আমি করতে জানি অক্ষরের কদর। করতে জানি দু'পয়শা নিজের গুণে ইনকাম। সাথে রাখি বাবা মায়ের দেয়া দোয়া আর নাম।

বলছিলো, কাটতে হয়না একলা একা পুকুর জলে সাঁতার। পুকুর ভুলে এখন আমি স্বপ্ন দেখি সাগর পাড়ি দেবার। আর চাইনে সঙ্গ কারো এই জীবনে আর। একলা আছি একাই থাকি বাঁচিয়ে সন্মান।

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ