একজন মাইগ্রেন এর রোগী

ড্রথি চৌধুরী ২০ জানুয়ারি ২০১৬, বুধবার, ১২:৪১:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

অতি রাগে গেলে আমার মাথা ব্যথা করে
অতি হাসলে ও আমার মাথাব্যথা করে
অনেক চুপচাপ থাকলেও আমার মাথাব্যথা করে
অনেক আনন্দে আমার মাথাব্যথা করে
গরমে মাথাব্যথা করে শীতে মাথাব্যথা করে
বৃষ্টিতে ভিজলে মাথাব্যথা করে
কান্না করলে মাথাব্যথা করে
ঘুমালে মাথাব্যথা করে না ঘুমালে ও মাথাব্যথা করে
বাইরে ফেলে মাথাব্যথা করে ঘরে থাকলেও মাথাব্যথা করে
একা থাকলেও মাথাব্যথা করে সবার মাঝে থাকলে ও মাথাব্যথা করে
এত ব্যথা নিয়ে নিজে ও ব্যথিত সব সময় অন্যকে জানাচ্ছি যে ব্যথাকে চিবিয়ে খেয়ে দিব্বি আছি ^:^
আর এই গাধা গুলা ও সব ঠিক ভেবে দিব্বি হেসে খেলে বেড়াচ্ছে ;(  ;(  ;(

আমি একজন ব্যথিত মানুষ ( এটা বলি না বললে কারো কাছে করুনা বা মজার বস্তু হয়ে দাড়াব) বলি না , সবার কাছে শুধাই আমি মাইগ্রেন এর রোগী তাই আমি সর্বদা ব্যথায় ভুগী   :p

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress