অতি রাগে গেলে আমার মাথা ব্যথা করে
অতি হাসলে ও আমার মাথাব্যথা করে
অনেক চুপচাপ থাকলেও আমার মাথাব্যথা করে
অনেক আনন্দে আমার মাথাব্যথা করে
গরমে মাথাব্যথা করে শীতে মাথাব্যথা করে
বৃষ্টিতে ভিজলে মাথাব্যথা করে
কান্না করলে মাথাব্যথা করে
ঘুমালে মাথাব্যথা করে না ঘুমালে ও মাথাব্যথা করে
বাইরে ফেলে মাথাব্যথা করে ঘরে থাকলেও মাথাব্যথা করে
একা থাকলেও মাথাব্যথা করে সবার মাঝে থাকলে ও মাথাব্যথা করে
এত ব্যথা নিয়ে নিজে ও ব্যথিত সব সময় অন্যকে জানাচ্ছি যে ব্যথাকে চিবিয়ে খেয়ে দিব্বি আছি ^:^
আর এই গাধা গুলা ও সব ঠিক ভেবে দিব্বি হেসে খেলে বেড়াচ্ছে ;( ;( ;(
আমি একজন ব্যথিত মানুষ ( এটা বলি না বললে কারো কাছে করুনা বা মজার বস্তু হয়ে দাড়াব) বলি না , সবার কাছে শুধাই আমি মাইগ্রেন এর রোগী তাই আমি সর্বদা ব্যথায় ভুগী :p
Thumbnails managed by ThumbPress
২০টি মন্তব্য
অনিকেত নন্দিনী
মাইগ্রেনকে ভয় পাই, ব্যথার কথায় ভয় পাই। ব্যথা চাইনা, স্বস্তি চাই। 🙁
ড্রথি চৌধুরী
দীর্ঘ আড়াই মাস আপু এই যন্ত্রনা ভোগ করেছিলাম! কি ভয়ানক সে ব্যথা নিঃশ্বাস নিতে পারতাম না সেই তুল নায় এখন একটু ভাল আছি !
অনিকেত নন্দিনী
আমি ভুগছি সেই কৈশোর থেকে। মাঝে বছর পাঁচেক ব্যথা ছিলোনা। বজ্জাত ব্যথা মনে হয় কঠিনরকম প্রেমে পড়েছে। কিছুতেই আমাকে ছেড়ে যেতে রাজি না। প্রবাসী বরের মতো, একবার এলে ভালো করেই জানান দেয় সে কী জিনিস। ^:^
ড্রথি চৌধুরী
হাহাহা আপু ভালি বলেছ প্রবাসী বর :D)
ছাইরাছ হেলাল
আপনি দেখছি কঠিন প্রেমিক।
এ প্রেম শুধুই যন্ত্রণার, তাকেই ভাবুন,
কষ্টে আছেন অনেক।
ড্রথি চৌধুরী
ভাইয়া আমি প্রেমিক না তো প্রেমিকা 😀
কষ্ট! নাহ বেশ সুখে আছি
তাদের সাথে হেসে খেলেই বাঁচি ! 🙂
শুন্য শুন্যালয়
বেশ লিখেছেন তো! আমার একটা স্ট্যাটাস ছিল, মাথাব্যাথা হলেই কেবল বুঝতে পারি আমার মাথা আছে। সেই হিসাবে আপনি একজন সার্বক্ষনিক জ্ঞানী এবং বুদ্ধিমতি একজন মেয়ে। এবং লেখায় তা পুরোপুরি বোঝা যায়। মাইগ্রেন কি তা বুঝেছি হাড়ে হাড়ে, ভাগ্যিস এখন বুড়ি হয়েছি। তবুও ব্যাথা হলে ভালো লাগে, ব্যাথা ছেড়ে গেলে একটা হিম কুল ভাব হয়।
আপনার ব্যথাময় জীবন হাসিখেলে যাক, কামনা করছি। অতি সত্বর Tryptin আর moodon এর পরামর্শ নিন।
ড্রথি চৌধুরী
হুম আপু কিছু কিছু জিনিস আছে কষ্টের হলেও এক ধরনের মায়া পড়ে যায়!
ডাক্তার দেখিয়েছি বলে দিয়েছে সারা জীবনের বিড়ম্বনা সারবে না! ;( 🙁
জিসান শা ইকরাম
এ দেখি সারাক্ষণ মাথা নিয়ে ভাবনার উপায় করে দিয়েছে এই ব্যাথা
ব্যাথা জানান দিচ্ছে তোমার একটি মাথা আছে, এক মুহূর্ত ভুলে থাকতে দিচ্ছে না
ব্যাথায় তোমার মাথার প্রেমে পড়েছে শিওর………
চিকিৎসা এবং ব্যাথায় অভ্যস্থ হয়ে যাওয়া ছাড়া উপায় কি?
আমরা জানি তুমি মাইগ্রেন এর রোগী তাই সর্বদা ব্যথায় ভোগো তুমি 🙂
শুভ কামনা।
ড্রথি চৌধুরী
কোন উপায় নেই যত দিন রবে আম্র এই মাথা থাকবে ততদিন এই বাথ্যা ;(
অপার্থিব
এই জিনিস নাই তাই কেমন লাগে বুঝতে পারছি না। ভুক্তভোগীর প্রতি সহানুভুতি রইলো।
ড্রথি চৌধুরী
অনেক ধন্যবাদ 🙂
ব্লগার সজীব
হেই মাথা ব্যথা তুই আমাদের আপুকে ছেড়ে যাবি কিনা বল :@ কত কষ্ট পাচ্ছেন আমাদের আপু 🙁
ড্রথি চৌধুরী
সজীব ভাইয়া ব্যাথা ভয় পেয়েছে 😀
আবু খায়ের আনিছ
যার আছে সেই বুঝে কি এর যন্ত্রনা, যখন শুরু হয় তখন চোখে সর্ষে ফুল ছাড়া আর কিছুই চোখে পড়ে না।
আপনার জন্য শুভ কামনা।
ড্রথি চৌধুরী
হুম আমি সর্ষে ফুল খেনি না ফিলিপ্স বাত্তি দেখি ;( জ্বলে আর নিভে
হতভাগ্য কবি
আপনি আমার মাইগ্রেন মিতা 😀
ড্রথি চৌধুরী
আসো আপু তাহলে কোলাকুলি করি 🙁
মুহাম্মদ আরিফ হোসেইন
এত সমস্যা নিয়া থাকেন কেমনে!!!
আমি হইলে মাথার বাজার খুইজা বের করে নতুন মাথা লাগিয়ে নিতাম। :p
ড্রথি চৌধুরী
আমিও খুজছি পেলে জানিয়েন তো এবার সত্যি নতুন মাথা লাগিয়েই নিব :p