এই শহরে

কামরুল ইসলাম ২০ মার্চ ২০২২, রবিবার, ১০:০৫:২৫অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

এই শহরে চাঁদের আলো জীর্ণ দেখায়

এই শহরে নিয়ন আলো পথ চলায় ।

এই শহরে বাতাস এলেই ধুলি উড়ে

এই শহরে বৃষ্টি এলে দূর্ভোগ বাড়ে ।

এই শহরের কলকব্জায় ধোঁয়া উড়ে

এই শহরের বুকের মাঝে আবেগ পুড়ে ।

এই শহরে ইট পাথরে সবই গড়া

এই শহরে মানবতার দেহ মরা ।

এই শহরে চোখের মাঝে অনেক ছানা

এই শহরে আপন হতে হারায় ঠিকানা ।

এই শহরে তুমি এলে বিরহ বাড়ে

এই শহরে আমি এলে স্বপ্ন ঝরে পড়ে ।

এই শহর আমার হাজার জনমের চেনা

এই শহর আমার ভালবাসার আদলে দেনা  ।।

 

রচনা কাল ঃ ২০/০৩/২০২২

ঢাকা

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ