এই শহরে আজ

রিমি রুম্মান ১৭ মে ২০১৪, শনিবার, ০৯:১৫:১৮পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

নগরী জুড়ে আজ তীব্র বাতাস, নেমেছে আঁধার
আকাশ ফাটিয়ে অবিরত ঝরে বৃষ্টি, ঝুম বৃষ্টি
সব কোলাহল থেকে দূরে, আড়ালে, বেহায়া বাতাসে
দিগন্তের মৌন পাহাড়ের মত ঠায় খানিক দাঁড়াই
খালি পায়ে, আকাশ পানে দু'হাত বাড়াই
ভিজি, ঘোর লাগা মানুষের মতই ভিজি
গা কাঁপিয়ে আসুক জ্বর, বাঁধুক অসুখ
জানি, বৃষ্টি থামবে, ধরণী হাসবে
থামবে ব্যস্ততা শত
যেমন করে থামে একদিন
জীবনের হিসাব যত ।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ