এই মা এই দেশ

হালিম নজরুল ২২ নভেম্বর ২০২০, রবিবার, ১০:১৮:২০অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

 

চেন ভাই? চেন বোন? চেন এই মাকে?
সারাক্ষণ আঁচলে যার মমতারা থাকে।

তার স্নেহে বেড়ে ওঠে ওই গাছগুলি,
গেয়ে ওঠে দোয়েল আর ঘুঘু-বুলবুলি।
মায়ার পরশে আম কাঁঠালের বনে,
ওরা যেন নেচে ওঠে প্রতি ক্ষণে ক্ষণে।
কাতল-বোয়াল-রুই-রূপালী ইলিশ,
পদ্মায় মেঘনায় করে ফিস ফিস।
শাপলা-শালুক-জুঁই-শিউলির ফুলে,
গুনগুন গান গায় নানা সুর তুলে।

ওই যে সবুজ ক্ষেত ওই রঙধনু,
নীলাকাশে গোলাকার চাঁদ-তারা-ধনু,
জান কেউ,কি করে তা আমাদের হল?
কার প্রতিদানে রোজ পতাকাটা তোল?

তিরিশ লক্ষ প্রাণ, শহীদের দানে,
মুক্ত আকাশের ঐ সূর্যটা আনে।
দুই লাখ মা বোনের সম্ভ্রমও গেল,
রক্তের স্রোত বেয়ে স্বাধীনতা এল।
শোধরানো যায় না তো তাদের ঐ ঋণ
তাই মনে বেজে ওঠে বেদনার বীণ।

চিনলে তো, এই মা আমাদের এ দেশ,
চলো গড়ে তুলি তাকে,গড়ি পরিবেশ।

---------------------0 0----------------------

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ