এই জ্যোৎস্নায়

মেহেরী তাজ ৩০ জুন ২০১৫, মঙ্গলবার, ০৯:৪৮:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

11655426_680606695377745_1638905096_n

কোন এক রাতে যখন তুমি আর আমি নিজেদের মাঝে একটা কৃত্রিম দূরত্ব বজায় রেখে পাশাপাশি হাঁটছি তখন যদি হঠাৎ করে শহরের সব বাতি গুলো নিভে যায়? রাজ্যের যত অন্ধকার আছে সব যদি আমাদের গ্রাস করে নেয়? আমি ভয়ে সামান্য একটু তোমার কাছে এগিয়ে দুজনের মাঝের কৃত্রিম দূরত্বটা দূর করে দেই? কোন কৃত্রিম আলো নয় শুধু চাঁদের হালকা আলোয় তোমার মুখটা দেখা যায়? যদি সেই আলোয় নেশা নেশা লাগে? আমি আমার ডান হাতের মধ্যে তোমার বাম হাতের কোন এক আঙ্গুল নিয়ে আনমনে হাটতে থাকি? কোন ভয় নেই,নেই কোন ক্লান্তি, রাস্তার কোন শেষ নেই,কোন গন্তব্য নেই শুধু বিরামহীন হেটে চলি? চাঁদের আলোয় আমাদের ছায়া যুগল নিজেদের সাথে খুনসুটি করে?

তুমি কি আমায় অভয় দিয়ে দূরত্ব মিটিয়ে নিতে দেবে?না কি তুমি আমায় নির্লজ্জ বলবে? এমন ইচ্ছা কে বড় মানুষের কথা বলে হেসেই উড়িয়ে দেবে?তবে কি আমি বড্ড ছোট? ছোটরা বুঝি অন্ধকারে হাটতে পারে না? তাদের বুঝি প্রিয় কেউ থাকতে নেই?তাদের বুঝি প্রিয় মানুষকে ভালোবাসতে নেই?

** এই মুহূর্তে  চাঁদ দেখতে দেখতে লেখাটা লিখলাম।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ