ঋতু রাণী

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ০৮:২৭:১৩পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
বর্ষা শেষে শরৎ এলো
এলো ঋতু রাণী,
প্রভাতে ওই শিউলি ফুলে
সৌরভ ছড়ায় জানি।
শিউলি হলো রাতের রাণী
শরৎকালে ঝরে,
তাহার রূপের ডালাখানি
প্রেম প্রীতিতে ভরে।
শরৎকালে নদীর জলে
কচুরি ওই ভাসে,
নানা ফুলে সুবাস পেয়ে
ভ্রমর ছুটে আসে।
হালকা রোদে লঘু বৃষ্টি
থেকে থেকে পড়ে,
শরৎকালে নানা গাছে
নানা ফল যে ধরে।
ধরার বুকে প্রেমে ভরা
শরৎ ঋতু তবে,
শরৎ হলো সুন্দর ঋতু
নিখিল এই ভবে।
রচনাকালঃ
২৬/০৮/২০২১
৪+৪/৪+২ স্বরবৃত্ত
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ