- ঊনচল্লিশ বছর পর,
- আজ শীতের হিমেল হাওয়ার স্পর্শে কাপড় গায়ে জড়িয়েছি,
- শুধু তুমি আসবে বলে।
- তোমার আগমনের বার্তায়,
- আমি শীতের পিঠাপুলি তৈরি করেছি,
- এনেছি তোমার প্রিয় খেজুরের রস।
- ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
- আমি কোনো দিন শীতের পিঠাপুলি খায়নি,
- আনিনি কখনো আমার বাড়িতে খেজুরের রস।
- ঊনচল্লিশ বছর পর,
- আজ বসন্তদূতের গান শুনেছি,
- শুধু তুমি আসবে।
- তোমার আগমনের বার্তায়,
- তরুলতার সাথে আমিও সেজেছি
- শুধু তোমায় দেখাব বলে।
- ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
- আমি কোনো দিন বসন্তদূতের গান শুনিনি,
- সত্যি প্রিয়, আমি কোনো দিন সাজিনি।
- ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
- আমি ঊনচল্লিশ বছর স্থবির ছিলাম,
- তোমার আগমনের বার্তায় আজ আমি প্রাণের স্পন্দনে স্পন্দিত হয়েছি।
৫৫৬জন
৪৪৪জন
৮টি মন্তব্য
সাখাওয়াত হোসেন
দারুণ মনোমুগ্ধকর লেখনি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
পপি তালুকদার
ঊনচল্লিশ বছরের প্রতীক্ষার অবশেষে অবসান হল।
নিরন্তর শুভকামনা রইল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন
শুভকামনা রইল সতত
স্বপ্ন নীলা
বাহ্ দারুন একটা কবিতা উপহার দিয়েছেন। আহা খেজুরের রসের যে স্বাদ– শীত আর বসন্ত বন্দনা উভয়ই কবিতায় ধরা পরেছে—শুভকামনা রইল
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
আরজু মুক্তা
যাই হোক পেলেন অবশেষে।
শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
শুভকামনা রইল সতত।