ঊনচল্লিশ বছর পর-(পর্ব -১)

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৯ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ০৬:২৬:৩৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

ঊনচল্লিশ বছর পর,

আজ গ্রীষ্মের রৌদ্রের তাপদাহে হাঁটছি,

শুধু তুমি আসবে বলে।

তোমার আগমনের বার্তায়,

মধুমাসের সকল ফল বাড়িতে এনেছি,

তুমি আমি একসাথে তা খাব বলে।

ওগো প্রিয়, তুমি ছিলে না তাই

আমি কোনো দিন গ্রীস্মের রৌদ্রর তাপদাহে হাঁটিনি,

খায়নি কোনো ফল মধুমাসের।

ঊনচল্লিশ বছর পর,

আজ আমি আনন্দে বৃষ্টিতে ভিজছি,

শুধু তুমি আসবে বলে।

তোমার আগমনের বার্তায়,

বর্ষার ভেলা তৈরি করেছি,

তুমি আমি একসাথে বর্ষার জলে ভেলায় ভাসব বলে।

ওগো প্রিয়, তুমি ছিলে না তাই,

আমি কোনো দিন বৃষ্টিতে ভিজিনি,

বর্ষার জলে ভাসিনি কখনো ভেলায়।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ