ঊনচল্লিশ বছর পর -(পর্ব -২)

জাহাঙ্গীর আলম অপূর্ব ২০ ফেব্রুয়ারী ২০২১, শনিবার, ০৭:৪৮:২০অপরাহ্ন কবিতা ২ মন্তব্য
  1. ঊনচল্লিশ বছর পর,
  2. আজ দেখছি গগনে শরতের শুভ্র মেঘের ভেলা,
  3. শুধু তুমি আসবে বলে।
  4. তোমার আগমনের বার্তায়,
  5. আমি শিউলি আর কাশফুল তুলে এনেছি,
  6. তুমি আমি একসাথে দেখব বলে।
  7. ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
  8. আমি কোনো দিন শরতের শুভ্র মেঘের ভেলা দেখিনি,
  9. দেখিনি শিউলি আর কাশফুল।
  10. ঊনচল্লিশ বছর পর,
  11.  আজ হেমন্তের ফসল বাড়িতে এনেছি,
  12. শুধু তুমি আসবে বলে।
  13. তোমার আগমনের বার্তায়,
  14. আমি নবান্নের উৎসবের আয়োজন করেছি,
  15. তুমি আমি একসাথে উৎসব করব বলে।
  16. ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
  17. আমি কোনো দিন নবান্নের উৎসব করেনি,
  18. খায়নি কোনো নবান্ন।
৪৫৫জন ৩৫১জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ