উড়ে যায় পেঁজা তুলো

ছাইরাছ হেলাল ৮ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ০১:১১:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

 

অন্ধকারে দাঁড়িয়ে স্বপ্ন দেখি শরতের শরণাপন্ন হয়ে
যদি এবার একটু ডানা মেলে পেঁজা তুলো
ঐ আড়ালে চুপ করে থাকা নীলাকাশে;

উন্মুখ হৃদয়ে সামান্য গোপন না রেখেই বলি
লুকিয়ে থেকে লুকাবোনা এই একটু দেখাদেখির ভাবনা,
নামোচ্চারণ তো করেই ফেলেছি এই মাঝ সকালে;
স্পর্শ-ব্যাধির মত চিবিয়ে চিবিয়ে তো কিছুই লুকোচ্ছি না
অসীম সাহসী! তাও তো বলিনি/বলছি না;

হাতছাড়া না-হয়ে ই উড়াল আকাশে সাঁতার কেটে
এখন ও বেঁচে আছি, শরত পাবো বলে;

তিন তিন সত্যি, যে যা খুশি বলুক/ভাবুক,
অপূর্ব শোচনীয়তায় অপ্রতিরোধী নক্ষত্র খচিত মহাশূন্যের
ডাক শুনতে পাচ্ছি, প্রত্যাখ্যানের সবটুকু নিয়েই।

ছবি নেটের।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ