উৎসর্গ

সাবিনা ইয়াসমিন ২৫ এপ্রিল ২০২১, রবিবার, ০৩:২৭:৪১পূর্বাহ্ন চিঠি ৩৭ মন্তব্য

এখন কাক ডাকা ভোর।
চতুর্দিকে কাকদের কা কা আর,
পাখিদের কিচিরমিচির কোলাহল।
ঘুটঘুটে অন্ধকার সারা শহরময়;
নির্জন নিস্তব্ধতার চাদরে আবৃত।

এই অন্ধকারের বুক চিড়ে
মাথা চাড়া দিয়ে ওঠা ল্যাম্পপোস্ট গুলোর-
মস্তকে জ্বলজ্বল করছে এক পসলা নিয়ন বাতির আলো।
এখন এই রাত্রির শেষভাগে ক্ষণে ক্ষণে-
ডেকে উঠছে রাস্তার বেয়ারিশ কুকুর গুলো,
যেনো আপনজন/প্রিয়জনের শূন্যতার ভার
সইতে না পেরে বিকট শব্দের আহাজারি!

এমন এক শূন্যতা আমাকেও কুরে কুরে খাচ্ছে
কালবৈশাখীর তাণ্ডব চলছে বক্ষ জুড়ে
দুচোখ ফেটে বেরিয়ে আসছে রক্তের ফুয়ারা
হায়! এই বিদগ্ধ যন্ত্রণা যার জন্যে
সে যে আমারই প্রাণান্ত প্রিয় আমার সোনেলা।

সে কি আমারই মতো আমার শূন্যতা অনুভব করছে-
নাকি আমাকে ভুলে প্রিয়জনদের সাথে নিয়ে
গল্পে গানে শব্দে ছন্দে মেতে আছে!

~সুরাইয়া পারভীন
উৎসর্গ-প্রাণপ্রিয় সোনেলা ব্লগ

একদিন সমস্ত শেকল কেটে
আবার আসবো ফিরে তোমার নীড়ে।
যতোই জুটুক নাস্তিকতার সনদ কপালে।
তবুও আসবো আসবোই ফিরে
***----------------------------------------------------------------------------**

সোনেলায় ব্লগারের অভাব নেই। কিন্তু সোনেলা অন্তপ্রান ব্লগার হাতে গোণা। তাদেরই একজন সোনালি, আমাদের সুরাইয়া।  অনেকের ভীড়ে অল্প সময়ের মধ্যে দ্রুত নিজের অবস্থান প্রকাশ করার গুণ আছে ওর।

আমি সব সময়েই বলি, সুরাইয়া একজন জাত-লেখক।

শব্দ-বর্ণ নিয়ে অবিরাম খেলতে পারে। একটা থীম আর পাঁচ মিনিট সময় যদি ওকে দেয়া হয় তাহলে ও ঐ পাঁচ মিনিটে একই থীমে পাঁচটা লেখা নামিয়ে দিতে পারবে।

সুরাইয়া সোনেলার সবচেয়ে প্রানবন্ত এক পাখির নাম, যার গুঞ্জনে সোনেলার আঙিনা সারাক্ষণ মুখরিত হতো।

 

ব্যস্ততার নিষ্পেষণে ও আজ উঠোনের বাইরে, কিন্তু ভুলেনি আমাদের, ভুলেনি তার ব্লগবাড়ির আঙিনা। সোনেলায় প্রেরিত ওর বার্তা আজ এখানে তুলে রাখলাম।

 

❝তুমি ফিরবে জানি, তোমার শূন্যস্থান তোমাতেই পূর্ণ হবে.....তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায়-সোনেলা❞

0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ