উৎফুল্ল

মোঃ মজিবর রহমান ২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ০৫:০৩:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য

 

ফুলের ঝর্না ঝরছে ঐ
সোনেলা ভরা পাতায়
খুব খুব দেখি মুগ্ধ মনে
হৃদয় নাড়ে সোনেলা দ্বারে।

ফুল পরে পাতা পড়ে
নাহি পারি কুড়াইতে
ধরব ধরব ভাবছি যত
আসেনা হাতের স্পর্ষে তত।

শত শত ঝরছে পড়ছে
হাজারও রকম মন মাতাচ্ছে
আমি তাকিয়ে রয় দৃষ্টি ঐপাতে
সময় যে যায় পার হয়ে।

আমি ভাঙ্গিলাম আইন আজ জন্মদিনে। শাস্তি যা পাবার মাথা পেতেই নিব। ক্ষমা করিও সবাই।

৭৬৯জন ৬১২জন
0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ