
ফুলের ঝর্না ঝরছে ঐ
সোনেলা ভরা পাতায়
খুব খুব দেখি মুগ্ধ মনে
হৃদয় নাড়ে সোনেলা দ্বারে।
ফুল পরে পাতা পড়ে
নাহি পারি কুড়াইতে
ধরব ধরব ভাবছি যত
আসেনা হাতের স্পর্ষে তত।
শত শত ঝরছে পড়ছে
হাজারও রকম মন মাতাচ্ছে
আমি তাকিয়ে রয় দৃষ্টি ঐপাতে
সময় যে যায় পার হয়ে।
আমি ভাঙ্গিলাম আইন আজ জন্মদিনে। শাস্তি যা পাবার মাথা পেতেই নিব। ক্ষমা করিও সবাই।
৪০টি মন্তব্য
সামশুল মাওলা হৃদয়
অসাধারণ লিখেছেন দাদা।
সামশুল মাওলা হৃদয়
সোনেলা জন্মদিনে শুভেচ্ছা
মোঃ মজিবর রহমান
সোনেলীয় শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাই।
কামাল উদ্দিন
কি আইন ভাঙ্গলেন সেটাই তো বুঝে উঠতে পারছি না ভাই……..শোনেলা বেঁচে থাকুক হাজার বছর ধরে।
জিসান শা ইকরাম
চব্বিস ঘন্টার মধ্যে দুই পোষ্ট দেয়া যাবে না, এই আইন এর কথা বলেছেন মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
জি ভাইজান। এই জন্যই বলেছি।
শুভেচ্ছা জানবেন ভাইজান।
কামাল উদ্দিন
আইনের লোকেরা কত্তো কিছু জানে 🙁
মোঃ মজিবর রহমান
কিচ্ছু বলব না। ভাল থাকুন।
মোঃ মজিবর রহমান
ঐটা এডমিন জানবে কামাল ভাই।
ব্লগ সঞ্চালক
আচ্ছা, আজ জন্মদিন উপলক্ষে একাধিক পোস্ট দেয়া যাবে।
মোঃ মজিবর রহমান
আলহামদুল্লাহ। আল্লাহ সহায়। আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।
রেজওয়ানা কবির
😁😁😁
মোঃ মজিবর রহমান
রেজওয়ানা আপু আপনাকে সোনেলার একরাশ সোনালীয় শুভেচ্ছা। ঝরিতেছে আপনাদের জন্য
হালিম নজরুল
জয় হোক সোনেলার।
মোঃ মজিবর রহমান
ফুলের মাঝে ফুটুক নতুন কুড়ি। আহুভেচ্ছা হালিম ভাই।
শামীম চৌধুরী
সোনেলা জন্মদিনে শুভেচ্ছা
মোঃ মজিবর রহমান
আপনাকেউ শুভেচ্ছা শামীম ভাই।
সুপায়ন বড়ুয়া
ফুল পাতার সমারোহে
মজিব ভাইয়ের শুভেচ্ছা।
সোনেলার জন্মদিনে
পুরন হলো ইচ্ছা।
মোঃ মজিবর রহমান
নতুন কুড়ি নতুন ফুল
সোনেলায় ফুটুক সর্বকূল
ফুলের মাঝে সুপায়ন দাদাকে একরাশ প্রান্ঠালা লাল গোলাপের শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
ওয়াও ! আপনাকে ও ফুলেল শুভেচ্ছা
মোঃ মজিবর রহমান
ফুলের মাঝেই আজ কেটে গেল খুব অফিস ফাকিও দিয়েছি দাদা। সোনেলা র ভালোবাসায়।
শুভেচ্ছা দাদা।
জিসান শা ইকরাম
আজকে আপনি বাঁধভাঙ্গা আনন্দে ভাসছেন তা বুজাই যায় মজিবর ভাই।
সোনেলার জন্মদিনের শুভেচ্ছা আবারো।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
আপনাকেউ শুভেচ্ছহা আপনার মত একজন ভাই পেয়ে ধন্য আমি। শুভেচ্ছা রইল আপনার প্রতি।
সুপর্ণা ফাল্গুনী
আইন ভাঙার আওয়াজ শুনতে পেলাম না তো? কেমন আইন ভাঙলেন? জন্মদিনের বিশেষ সময়ে ক্ষমা করে দিলাম অপরাধ। এতো সুন্দর একটা কবিতা পড়লাম মনটাই আনন্দে আত্মহারা হয়ে গেল। শুভ কামনা ও শুভেচ্ছা রইল সবার জন্য
মোঃ মজিবর রহমান
হ্যা আপু। ব্লগ সঞ্চালক আজ উম্মুক্ত করেছে সেই আইন। যা আমি ভংগ করেছি।
আপনাকেই অনেক অনেক ফ্যলের শুভেচ্ছা আপু।
মোঃ মজিবর রহমান
২৪ আওয়ারের পুর্বে আর কোন পোষ্ট দেওয়া যাবেনা। এই আইনটি আপু।
সুপর্ণা ফাল্গুনী
আমি বুঝেছি কোন আইন ভেঙেছেন তাইতো বললাম আইন ভাঙার আওয়াজ শুনতে পেলাম না কারন তাহলে তো লেখাটি থাকতো না মুছে দিতো। ধন্যবাদ ভাইয়া
ছাইরাছ হেলাল
জন্মদিনের শুভেচ্ছা আপনাকেও।
ভাল থাকবেন আপনি।
মোঃ মজিবর রহমান
ভাই মন যখন চাই তখন কি জানিনা। আপনিও ভাল থাকুন।
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার কার কবি দা অনেক শুভেচ্ছা রইল
মোঃ মজিবর রহমান
লিটন ভাই আপনাকেও শুভেচ্ছা।
আরজু মুক্তা
শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা!
মোঃ মজিবর রহমান
মাষ্টারনি বানান ঠিক করে দেবেন। আমি ভুলো মন। আবার মনেও থাকেনা।
তৌহিদ
সোনেলার জন্মদিনের শুভেচ্ছা আপনাকেও ভাই। সোনেলার একজন হিসেবে আজ আপনারও আনন্দ লেখায় ঝলমল করছে।
ভালো থাকুন সবসময়।
মোঃ মজিবর রহমান
সব আপনাদের মতই আমিও আনন্দিত সোনেলার জন্মদিনে। শুভেছা আপনাকে।
মনির হোসেন মমি
এ ভালবাসা এমনিই স্পর্শ নয় মনের আবেগ দিয়ে বুঝতে হয়।চমৎকার শুভেচ্ছা পোষ্ট।
মোঃ মজিবর রহমান
আপনাকেউ মনির ভাই।
উর্বশী
শুভ জন্মদিন সোনেলা। আপনাকেও শুভেচ্ছা।
ভাল লাগলো। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
মোঃ মজিবর রহমান
ভাল লাগার জন্য আন্তরিক শুভেচ্ছা। আর সোনেলার সোনালীয় শুভেচ্ছা।