
জলে তীব্র সাঁতার শিখা হচ্ছে!
চারপাশ এখন পাকা পোক্ত সাঁতারু;
ঢেউ ভাঙ্গাবে, সাগরে ঝাঁপ দিলে-
ডাঙ্গা য় খেলা হবে- যত সব খেলা!
দিবাস্বপ্ন এখন মুখরিত আকাশ মাটি
ভূমি কম্পনের আতঙ্ক শুধু কান ভারি।
তবু সাঁতার শিখা বড়ই মুশকিল ঘাট নাই
পুকুর নাই জলের ঢোলও নাই একতারাই
বাজাব; নিজের সাগরে নিজেই দেই ঝাঁপ-
পাড়াপড়শী দেখে পাচায় লাথি উল্টো লাফ।
৩১বৈশাখ ১৪২৯, ১৪ মে ২২
২টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
বেশ উপলব্ধির ব্যক্ততা কবি দা!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
আসছে বর্ষা। জলে ভরবে গঙ্গা পদ্মা। সাঁতার যাবে শেখা। শুভ কামনা রইলো।