আমি যেন চলে এসেছি স্বপ্নঘরে……………
শান্তসবুজ হয়ে একটিবার বসবে তুমি? দেখো চোখে পড়েছি নীল একটি লেন্স।
আমার চতুরতায় তুমি এক আধ হাত দূরে গিয়ে বলবে কি?
ধ্যাত তুমি খুব অচেনা হয়ে গেছো।
আমার বাচালতায়, তুমি অস্থিরতায় থামিয়ে দেবার কৌশলে। উহু, আর নয় বলাবলি।
সারা ঘর জুরে মরিচবাতি জ্বালিয়েছো যেগুলো
আমার অদ্ভুতুরে চিন্তাগুলো
অইখানেই টিপ টিপ জ্বলছে।
তাই বলে হা করে বাতি দেখোনা সারাক্ষন।
চোখ বন্ধ, বেছে নাও। এই দেখো তোমার জন্য কি এনেছি, লাল টুকটুকে লাটিম। তোমার ঈদ উপহার।
হাসছো তুমি? ঘুরতে ঘুরতে একদিন ঠিক তোমার হাতের তালুতে পৌঁছে যাব।
ঈদ মোবারক স্বপ্ন।
ঈদ মোবারক প্রিয় সোনেলা।।
২৪টি মন্তব্য
আদিব আদ্নান
আপনি এমনিতেই পৌঁছুতে পারবেন । খুব সুন্দর । ঈদের শুভেচ্ছা আপনাকেও ।
মিথুন
ধন্যবাদ ভাইয়া। আপনাকেও অনেক শুভেচ্ছা ঈদের।
জিসান শা ইকরাম
অনেক অনেক ভালো লেগেছে কবিতার ছলে একান্ত অনুভুতি ।
লাটিম হয়ে পৌছে যান আপনার সঠিক গন্তব্যে এই কামনা করি।
ঈদ মুবারক ।
মিথুন
ঈদ কেমন কাটলো ভাইয়া?
কামনা অব্যাহত রাখবেন।
ছাইরাছ হেলাল
এত দিন পরে লিখলে হবেনা । কিছুতেই হবে না ।
বাহ্ বাহ্ , এত আবেগ কোথায় লুকিয়ে রাখেন ?
শুধু নীল লেন্স কেন ? কোন কিছুতেই সে এড়িয়ে যেতে পারবে না ।
আপনি তো পৌঁছেই গেছেন ,তা দেখতে পাচ্ছি ।
ঈদের শুভেচ্ছা আপনাকে ।
মিথুন
লেখাটা আসলে তেমন হয়ে ওঠেনা, তবে মাঝে মাঝেই চলে আসি সোনেলায়।
সুন্দর মন্তব্যে উৎসাহিত হচ্ছি ভাইয়া। আপনাকেও ঈদের শুভেচ্ছা।
বনলতা সেন
চোখ বন্ধ বা খোলা যাই থাকুক না কেন তার হৃদয়ে আপনি পৌছে গেছেন সেই কখন ।
দারুণ আবেগের প্রকাশ আপনার । ঈদের শুভেচ্ছা আপনাকেই ।
মিথুন
খুব সুন্দর মন্তব্য। আবেগ পুরোপুরি প্রকাশ করা যায়না।
ওয়ালিনা চৌধুরী অভি
আপনাদের দুজনকেই ঈদের শুভেচ্ছা। নিজের ভার চাপিয়ে দেয়ার প্রস্তুতি চলছে মনে হয় 🙂
মিথুন
উম 🙂 কেমন আছেন আপু? আপনাকে মিস করি খুব।
মিথুন
আপনাকেও ঈদের শুভেচ্ছা লীলাবতী আপু। হ্যাঁ আমি স্বপ্নঘরেই থাকতে চাই 🙂
মিথুন
তাহলে তো মুশকিল 🙂
ঈদ মোবারক ভাইয়া ।
মিথুন
আপনিও অনেক ভালো থাকুন ভাইয়া। সোনেলার সবাই যেভাবে উৎসাহ দেয় তার চেয়ে আন্তরিক আর কি আছে?
যাযাবর
খুব ভালো লিখেছেন আপু। ঈদ মোবারক ।
মিথুন
ঈদ মোবারক ভাইয়া। না দেরি করে না, নেক্সট ঈদের শুভেচ্ছা দিলাম 🙂
স্বপ্ন
এই গানটি দিলাম:) http://www.music.com.bd/download/Music/M/Mixed%20Albums/The%20Gurus%20of%20Love/05%20-%20Fuad%20Ft.%20Habib%20-%20Tumi%20Amar%20Jibone%20Esho%20%28Remix%29%20%28music.com.bd%29.mp3.html
মিথুন
খুব সুন্দর গান। অনেকবার শুনলাম। ধন্যবাদ স্বপ্ন ভাইয়া (3
স্বপ্ন
কবে যে এই ঈদ উপহারটা পাবো? অপেক্ষায় আছি সেদিনের জন্য। মিথুনের নামে কবি লিখে দিবেন নাকি ? কবি মিথুন 🙂
মিথুন
আপনি আমাকে যা খুশি বলতে পারেন, তাই বলে কবি বলবেন? শুনে যে কবিরা পালাবে !!!
শুন্য শুন্যালয়
আপনার কল্যানে আমরাও গান শুনতে পারছি 🙂
মিথুন
শুনুন আপু, সবার জন্য উন্মুক্ত। সুন্দর না গানটা?
শিশির কনা
এমন করে লেখেন কিভাবে আপু? ঘুরতে ঘুরতে একদিন ঠিক তোমার হাতের তালুতে পৌঁছে যাব। এমন ঈদ উপহার পেলে স্বপ্ন ভাইয়া স্বপ্নের মাঝে বাস করবেন :p
মিথুন
দিতে যে পারলাম না। 🙁
ধন্যবাদ আপু ।
মিথুন
অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। -{@