উপন্যাসের নারীরা

সুপর্ণা ফাল্গুনী ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৫:১৬:১৯অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

সমরেশের মাধবীলতারা কি আজো-
এক রাতের ফসল সারাজীবন সঙ্গী করে নেয়?
দীপাবলীরা কি আজো-
চা-বাগানে সাধারণে অসাধারণ হয়ে উঠে?
শরৎবাবুর ভারতীরা আজো কি-
শ্রমিকদের জীবনের উন্নয়ন,মান নিয়ে ভাবে?
সমাজের কদর্য নিয়ম-নীতি ভেঙে-
পুনরুজ্জাগরণের 'পরিণীতা' হয়ে ওঠে
আজকের কোনো শিক্ষিত নারী?

সুনীলের সোনালীরা আজো কি-
স্বামীর বিশ্বাসের জন্য অগ্নিপরীক্ষা দেয়?
শান্তনুর ঝর্ণারা কি আজো শান্তনুদের মৃত্যুর পরও-
তাদের স্মৃতি রোমন্থন করে বেড়ায়?
বিভূতিভূষণের দূর্গারা কি আজো-
অজপাড়া গাঁয়ে বেদনাক্রান্ত মৃত্যুকে বরণ করে নেয়?
কপিলারা কি আজো দূর্বোধ্যতা ও রহস্যময়ের আলো-আঁধারিতে:
কুবেরদের দাম্পত্য ছিন্ন করে অজানায় পাড়ি দেয়?
মানিকদার শ্যামারা কি আজো-
স্বামী-সন্তানের সুখের জন্য সর্বস্ব বিলিয়ে দেয়?
শীর্ষেন্দুর রেমিরা কি শত অবজ্ঞা,অবহেলা সহ্য করে-
আজো ধ্রুবদের ভালোবাসে অনন্তকাল?

রবিঠাকুরের লাবণ্যরা কি আজো-
হৃদয়ের গভীরে অনুভূতিকে লুকিয়ে রাখে?
পাহাড়ের আত্নবিশ্বাসী হৈমন্তীরা কি-
যৌতুকের বলি হয়ে আজো অকালে ঝরে যায় ?
নজরুলের রুবিরা কি আজো-
ক্ষুধা, দারিদ্রতা, দূর্ভিক্ষের কবলে ধর্মান্তরিত হয়?
রাক্ষুসীরা আজো কি যাতনা, হাহাকারে জর্জরিত হয়ে-
প্রাণপ্রিয় সোয়ামিকে হত্যা করে?
জীবনানন্দের সুরঞ্জনারা কি আজো যুবকের সাথে কথা বলে?

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ