উন্মোচিত অপেক্ষা

সাবিনা ইয়াসমিন ২ জুন ২০২০, মঙ্গলবার, ০৩:৫১:৫৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

সশব্দের ঝংকারে অপুষ্ট ভাবনার অনুতাপে
নির্বাসিত কবিতা হারিয়ে গেছে যোজন-যোজন দুরত্বে, দুরত্ব মেনে নিয়ে,
কথোপকথনের ধারাপাতে বর্ণহীন-ছন্দহীন নিরবতা সাথী হয়েছে তার,

কবিতা!
সেতো দেয়না ধরা এক চিলতে সমুদ্র বালুকাবেলায়
অত্যুজ্জ্বল চোখ ধাধানো আলোয়,
কবিতার পদচিহ্ন আঁকা আছে সময়ের ভাঁজে-ভাঁজে
ধুলিমাখা শিথিল আল্পনায়,

পাঠকের বেশে নয়,
কবিতা খুঁজে নাও পথিকের অক্লান্ত অম্বেষণে,
প্রভাবিত প্রখর অনলে যেথায় জমে থাকে
কপাল বেয়ে ছুটে চলা ফোটা-ফোটা ভ্রান্ত শিশির,

অথবা, কোনো নিচ্ছিদ্র রজনীতে,
পরশ-আবেশে উথলে পড়া কামনার দহনে যখন জ্বলে ওঠে জল্পনার কল্পিত অবয়ব;
কবিতা, হয়তো বেঁচে আছে কোন সীলগালা খামে,
উন্মোচনের অপেক্ষায় এক আঁজলা নরম হাওয়ায়..

★ অ-কবিতা

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ