
আ-তীব্র উত্তুরে হিম আর অভেদ্য কুয়াশায়
কল্পনা-আকাঙ্খার ফানুস, আড়ে বহরে বৃহৎ,
সুদর্শন-দুর্দশার দ্বারগুলো উন্মুক্ত করে
শুধুই ডাকে, আড়-চোখের ভাঁজে;
মুক্তি-সুখ বিলাবে অকাতরে, নিরন্তর-নির্ঘুমে।
সকল ব্যাধি-নিরাময়ে;
চোখে রক্ত তুলে/ইনিয়ে-বিনিয়ে ভয়-ও ছুড়ে দেয়
না-ভাঙ্গা শপথের দিব্যি দিয়ে।
পাশ ফিরে, আলস্যে গা-এলিয়ে আড়মোড়া ভেঙ্গে ভাবি,
এই শীতে আমি-ই একমাত্র বা শেষ প্রেমিক নই; নিয়তির;
ট্যারা চোখের রূপান্তরিত মিথ্যের জোয়ারে
অসৎ অদূরদর্শী দাবা প্রভুর মিসকে ফিসফিসানি পথ-নির্দেশ!
কী-ভাবে চকিতে গর্ত খুঁড়ে ঠেলে ফেলে দিতে হয়!!
ফাঁদ আড়াল করে!!
সময়,
এই এমন শীত-ও অতিক্রম করে, উপেক্ষার আদলে,
আশীর্বাদ উন্মুখ সুখি উদ্যানে, সৌন্দর্য-হৃদয়ে,
মলিন পরিধির ছায়া-শরীর পেছনে ফেলে,
কস্তুরির গন্ধ মেখে।
১৮টি মন্তব্য
শামীনুল হক হীরা
সেই রকম একটা লেখা পাঠ করলাম।।
অসাধারণ লাগল।।শুভকামনা রইল পাতায়।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ।
তৌহিদ
হিম ঠান্ডা কাউকে প্রেমিক বানাতে পারে এই লেখা না পড়লেতো বুঝতামই না। কত কিছু শেখার আছে আমাদের। সময়ের আবর্তে ঘুরছি সকলেই।
ছাইরাছ হেলাল
হাড় কেঁপে গেলে কত কী লেখা হয়ে যায় কে জানে!!
ধন্যবাদ।
ট্রাই দিলে মন্দ কী!
সুপর্ণা ফাল্গুনী
কিতা কমু লেখা পড়ে উত্তরীয় হিমে জমে গিয়েছি!! আমিও এমন প্রেমিক হতে চাই, লিখতে চাই এমন মাধুর্য মন্ডিত লেখা। আমার লেখার ভাবনা শীতে জমে গেছে ভাইয়া 😭😭 । ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভকামনা
ছাইরাছ হেলাল
আপনি এর থেকে ঢের ঢের সুন্দর করেই লিখে থাকেন,
চাইলেই আর লিখতে পারেন, পাঠক প্রস্তুত তা পড়ার জন্য।
ভাল থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার লেখায় বিমুগ্ধ ভাইয়া। ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন, ভাই।
ধন্যবাদ।
রেজওয়ানা কবির
আহা! হিম ঠান্ডায় অসাধারণ প্রেমিক হওয়া ব্যাপারটাই দারুন ফিলিংসের।
ছাইরাছ হেলাল
আপানি সুন্দর করেই মন্তব্য করেন।
নিয়মিত পড়তে চাই, আপনার লেখা।
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
একমাত্র বা প্রথম প্রেমিক থাকা কঠিন একটি বিষয়,
সবাই শীতে কাতর আমরা।
উত্তুরে হিম সুন্দর হয়ে যাক।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
প্রকট বাজারি ভিড়ে খুব কঠিন কাজ,
বসন্ত এসেই গেছে, নো চিন্তা।
ধন্যবাদ।
আরজু মুক্তা
হিমে হিমে হিমু। শীতে জমে শেষ। তবে রোমান্টিক ওয়েতে শীতেই প্রেম জমে। জমুক। জমে বরফ হোক
ছাইরাছ হেলাল
মুখে বলা খুব সহজ, লেখায় ও, কনে কনে শীতে হাড়/হৃদয়ে কেঁপে গেলে
সব সব পালিয়ে যায়।
ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
শীত মানেই প্রেম প্রেম। আমার কাছে তাই মনে হয়।
শুভ কামনা শীত প্রেমিকের জন্য🌹🌹
ছাইরাছ হেলাল
শীত জাঁকিয়ে ধরুক প্রেমীদের সে তো আমরাও চাই-ই।
পাচ্ছি-না/হচ্ছেনা তুমুল শীতে।
ধন্যবাদ দিলাম।
পপি তালুকদার
শীত এলে প্রেম আসে বসন্তে পায় পূর্ণতা।খুব গুরুগম্ভীর মাধুর্যপূর্ন লেখা।অনেক অনেক শুভেচ্ছা রইল।
ছাইরাছ হেলাল
এই শীত পেরিয়ে বসন্তে আপনি অবশ্যই ভাল থাকবেন।
ধন্যবাদ।