উত্তল বনে

ছাইরাছ হেলাল ১ মে ২০১৭, সোমবার, ১০:০৬:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

এই যে বাঁচতে বাঁচতে আবার জেগে ওঠা
ভালোবেসে ভালবাসতে পারা
জলজ-বসন্তে গা-এলিয়ে দিয়ে ভিজে যাওয়া
কেউ-কেউ পারে, সবাই কিন্তু না;

শুকিয়ে যাওয়া জল-স্রোতে পদ্মপাতার হাতছানি
ছল-ছল জল-জল জল-স্রোতের পদধ্বনি,
উষ্ণতার উষ্ণতায় ফিরে ফিরে এই-যে আসি
কবিতার কবিতায় বাধাহীন জলরাশি
ভালবাসে ভালোবাসি।

তোমার ঠোঁট ছোঁয়নি বলে
নাম-জানা-না-জানা শব্দেরা আজ অভিশপ্ত,
তরঙ্গ-ছবিতে ঝুলে থাকে শব্দানুভব
ধনুকের টান-টান ছিলায়,
জীবন্ত-শব্দের একান্ত নিজস্ব আনন্দ-উচ্চারণে
জমাট-বাঁধা শব্দেরা হাঁটে, হাঁটে ঠোঁট-কেন্দ্রিকতায়,
নিশ্চুপ শব্দেরা সশব্দে হেসে ওঠে, খট-খটিয়ে;
চন্দন-ঘামের মুক্তোদানায় মুখ গুঁজে শব্দেরা এবার
জেগে-জেগে ঘুমুবে, উত্তল-উপত্যকার উপবনে,
সকল বৈরিতার মধুর অবসানে!!

এই-যে,
ঠোঁটের বনবিড়ালিনী, লোনা-সোহাগে-লেহনে
বহু সাধ-সাধ্যের শব্দ-জড়াও শব্দ-ছড়াও,
দুঁদে অদুর্গম বনে, শিষ-তোলা নিশুতি রাতে!!

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ