বন্ধু মানেই এলিয়ে দেয়া নিরাপত্তার নি:শ্বাস…

তেপ্পান্ন :
তিরির প্রতি
এই তো ম্যাচিউরড মেয়ের মতো কথা। ওসব বিয়ে-টিয়ে কে করে? আর আমার ফুলটুসী বিয়ে যদি করতে চায়, তাহলে ওর শাশুড়ীকে আমি বিয়ে করবো।
কেন জানিস? আমার টুসীটাকে একা পেয়ে যেনো কেউ কষ্ট দিতে না পারে।
- তোর অহম

চুয়ান্ন :
অহমের প্রতি
শোন এসব কথা ছাড়। ওই যে বলেছিলাম মেয়েটির কথা, ওর নাম পিউ। কি সুন্দর না নামটা? আর এতো শান্ত, একেকটি কথা বলে বোঝাই যায় মন থেকে খুব নরম। আমি এবার একটা ভুল আর করিনি, সরাসরি প্রথমেই জিজ্ঞাসা করে ফেলেছি। পিউ কিছু মনে করোনা তুমি কি এনগেজড? মেয়েটি এমন কথা ভাবেইনি। উত্তর দেয়নি, তবে আমি জানি বলবেই হ্যা নয়তো না।
- তোর তিরি

পঞ্চান্ন :
তিরির প্রতি
পৃথিবীতে উত্তর তো দুটোই। একটা হলো হ্যা, আরেকটি না। পিউ মেয়েটির জন্য এতো খারাপ লাগছে। বেচারি কার হাতে পড়েছে সে বুঝতে পারছেনা। গত পনেরো বছর থেকে আমি তো জেনেছি।
ঈশ্বর ওকে রক্ষা করুক এমন বিপদজনক জায়গা থেকে।
= ভাগ্যহত অহম

ছাপ্পান্ন :
অহমের প্রতি
খুব বেশী বলছিস কিন্তু। তোর ফুলটুসী যদি এসব শোনে, তুই ওর মাকে এসব বলছিস কি অবস্থা হবে বুঝছিস?

আচ্ছা বল যতো পারিস। পিউর মা-বাবার সাথে দেখা করেছি আমি আর প্রিয়। এতো কোমল আর স্বচ্ছ হৃদয়ের মানুষ এখনও আছে, ভাবতেই অবাক লাগে। পিউকে বললাম কথা বলতে চায় কিনা। এতো লজ্জ্বা পেলো, নাম্বারটা দিলাম ফোন করিস। তবে ওর বাবা-মা সহ পিউকে ইনভাইট করেছি আসছে বৃহস্পতিবার। ওইদিন ফোন দিস। আলাপ করিয়ে দেবো। এছাড়া ওই মেয়ে কথা না বলার সম্ভাবনাই বেশী।তোর ফুলটুসী আজকাল বেশ নাচে, তবে পিউকে দেখলে আরোও বেশী।
**ভাগ্যহত না রে গাধা, ওটা হতভাগা হবে...

- তোর তিরি

ক্রমশ প্রকাশ্য

হ্যামিল্টন,কানাডা
১৫ জানুয়ারী, ২০১৫ ইং।

সোনেলায় পঞ্চাশটি পোষ্ট দিয়ে ফেললাম? অবাক লাগে। এত লেখা  আমার নিজের সংগ্রহেও নেই 🙂
এমন একটি লেখার ব্যংক তৈরী করে দেয়ার জন্য সোনেলাকে ধন্যবাদ -{@
আর পাঠকগন যারা নিয়মিত আমাকে উৎসাহ দিয়েছেন লেখার জন্য তাঁদের জন্য শ্রদ্ধা আর ভালোবাসা (3

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ