
উঠ খোকা উঠ দিচ্ছে আজান
মসজিদে যাই চল!
রোজ জামায়াতে পড়লে নামাজ
বাড়বে মনের বল!
শিখবি আদব ধৈর্যটা কি
সখ্য কারে কয়!
করবি মেনে খোদার হুকুম
আত্মটাকে জয়!
এই ধরা সব নয় রে খোকা
থাকবি কয়েক দিন!
যায় যদি তাই নিদ্রা হেলায়
টানতে হবে ঋণ!
ডাকবে যেদিন দূর দেশে ঐ
থাকতে মালেক সাঁই!
দেখবি সেদিন কর্ম ছাড়া
আর কেহ তোর নাই!
নামাজ বিনে পারবি কি তুই
খুলতে সেথায় দ্বার!
চল খোকা চল থাকতে সময়
মানবো না সে হার!
১১টি মন্তব্য
সাখাওয়াত হোসেন
নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজে এক অনাবিল আনন্দ পাওয়া যায়। প্রশান্তির ঝরনা প্রবাহিত হয় নামাজির আত্মায়।
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
তৌহিদ
ধর্মেকর্মে মন দিতে হবে সকলকেই। একদিন তাঁর কাছেই ফিরতে হবে আমাদের। শুভকামনা।
বোরহানুল ইসলাম লিটন
যথার্থ বলেছেন।
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
দারুন বাক্যময়ে আল্লাহর দরবারে যাবার প্রস্তুতির ডাক দিলেন। আসার সময় নির্ধারন করা গেলেও যাবার সময় অজানা। তাই ৫বার নামাজ ৫ বার পাক পবিত্র হওয়া আল্লাহর কাছে যাবার হোক প্রার্থনা।
বোরহানুল ইসলাম লিটন
আপনার মন্তব্যে সর্বদাই অনুপ্রাণিত হই ভাই।
হার্দিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
শুভ কামনা অবিরাম।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সবার ক্ষেত্রেই সহায়ক হোক। আমীন।
মনির হোসেন মমি
ভাই কবিতা পড়ে মন ভরে গেল। লিখুন আরো হেদায়েতের মালিক আল্লাহ।শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
এটাই চির সত্য।
স্রষ্টাই বুঝে সৃষ্টির অন্তরের কথা।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
সময় থাকতে সবকিছু করতে হয়
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।