উজান পথ

রিতু জাহান ২৫ জুলাই ২০২২, সোমবার, ০৮:৪৬:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

অনাদি-অনন্ত নিয়তি বরণ করে দিব্যিই তো চলে যায় এক জীবন।

গণ্ডি ভেঙে মুক্ত জীবন প্রত্যাশায় শতোবার

কেনো যে মরা, মাথাকুটে!

নিগূঢ় আপ্যায়ন সঞ্জীবনীর আশায়

বার বারই আত্মমায়া ছেড়ে দূরে ভেসে যায় মন

উজান পথে হেঁটে।

মন ছেড়ে এসেছে সে পথে নিগূঢ় স্পন্দন।

দেহে এখন যে প্রাণ তা নাড়ীসংবেদনের ক্রীয়া।

এ কি সত্যিই বেঁচে থাকা!

জান্তব মনশ্চেতনার সুপরিচিত সাড়া পেতে

আগের এই আমিটাকে পেতে

খুঁজছি আদিবিন্দু মনের

যেখান থেকে খসে পড়েছে খণ্ড প্রেম অহেতুক বেখেয়ালি।

 

,,রিতু জাহান, রংপুর।

আজ: ৭ শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ,

রবিবার,

ইংরেজী: ২৪ জুলাই ২০২২,

কৃষ্ণপক্ষ।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ