
অনাদি-অনন্ত নিয়তি বরণ করে দিব্যিই তো চলে যায় এক জীবন।
গণ্ডি ভেঙে মুক্ত জীবন প্রত্যাশায় শতোবার
কেনো যে মরা, মাথাকুটে!
নিগূঢ় আপ্যায়ন সঞ্জীবনীর আশায়
বার বারই আত্মমায়া ছেড়ে দূরে ভেসে যায় মন
উজান পথে হেঁটে।
মন ছেড়ে এসেছে সে পথে নিগূঢ় স্পন্দন।
দেহে এখন যে প্রাণ তা নাড়ীসংবেদনের ক্রীয়া।
এ কি সত্যিই বেঁচে থাকা!
জান্তব মনশ্চেতনার সুপরিচিত সাড়া পেতে
আগের এই আমিটাকে পেতে
খুঁজছি আদিবিন্দু মনের
যেখান থেকে খসে পড়েছে খণ্ড প্রেম অহেতুক বেখেয়ালি।
,,রিতু জাহান, রংপুর।
আজ: ৭ শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ,
রবিবার,
ইংরেজী: ২৪ জুলাই ২০২২,
কৃষ্ণপক্ষ।
১৫টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
আশা নিরাশার দোলাচলেই বয় জীবনের ধারা
কখনো ভাটা কখনো জোয়ার দেয় সেথা সাড়া।
এভাবেই বেঁচে থাকা সামনের পথে
যতোই লিলুয়া বাতাস দিক দোলা রথে।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাই,,
শুভকামনা রইলো,
মনির হোসেন মমি
সেই আমিটাকে খুজে পাওয়া কঠিন।
শুভ কামনা৴৴
রিতু জাহান
হুম,, খুব কঠিন। ধন্যবাদ মনির ভাই,, ভালো থাকবেন।
খাদিজাতুল কুবরা
“মন ছেড়ে এসেছে সে পথে নিগূঢ় স্পন্দন।”
কি অসাধারণ চরণ!
ভালো লাগলো কবিতা। কবি মনের ক্ষরণশীল চিত্র চমৎকার এঁকেছেন।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ,, ভালো থাকবেন।
শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
আমিটাকে নিয়ে আর ভাবনা আসেনা যাচ্ছে যাকনা মন্দ কি ভালোই। সুন্দর লিখেছেন আপু।
রিতু জাহান
আমিটাতে নিয়ে আসলেই ভাবা উচিৎ সব সময়।
আমিটা হারালেই চারপাশটা হারায়।
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন
নিতাই বাবু
“জান্তব মনশ্চেতনার সুপরিচিত সাড়া পেতে
আগের এই আমিটাকে পেতে”
চমৎকার কবির ভাবনা! কবিকে শুভেচ্ছা!
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ দাদা।
ভালো থাকবেন সব সময়৷
হালিমা আক্তার
নিজেরে হারিয়ে খুঁজি নিজের মাঝে। দিনগুলো এলোমেলো ভাবনায় চলে গেল। যা যায় তা আর ফিরে পাওয়া যায় না। খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ আপু।
শুভকামনা রইলো, ভালো থাকবেন সব সসময়।
সৌবর্ণ বাঁধন
নীল পদ্মের মতো প্রেম খন্ড ঝরে পরলে যে দেহবৃক্ষ থাকে তা কি সত্যিই বেঁচে থাকে! নাকি মানুষ শুধু একফসলি বৃক্ষ! চমৎকার লিখেছেন।
রিতু জাহান
ঠিক,, কিছু বড় বড় বৃক্ষের ভিতরটা ফাঁকা তবু সে দিব্যি দাঁড়িয়ে থাকে অটল।
অনেক অনেক ধন্যবাদ ভাই,, ভালো থাকবেন সব সময়।
প্রদীপ চক্রবর্তী
মানুষ বেঁচে থালে সঞ্জীবনীর আশায়!
আর এ আশা মানুষকে কত স্বপ্ন দেখায়।
নিরাশ হতে নেই।
যথার্থ লিখেছেন।।