ঈশ্বরের সঙ্গিত

নীল রঙ ১৭ জুন ২০১৪, মঙ্গলবার, ০৯:০২:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ৫ মন্তব্য

 

গ্রামে বৃষ্টি একটা অদ্ভূত সঙ্গিত সৃষ্টি করে।টিনের চালের বৃষ্টি পড়ার শব্দের চেয়ে মধুর সঙ্গিত জীবনে হয়ত কেউ শুনতে পাবে না।সবচেয়ে অদ্ভূত সঙ্গিতটা বাজায় ঈশ্বর নিজে।বৃষ্টির সময় কেউ পুকুরে নামলে টের পায় সেই সঙ্গিতের মূর্ছনা।আপনাকে স্রেফ বৃষ্টির মধ্যে কষ্ট করে পুকুরে একটা ডুব দিয়ে শুনে নিতে হবে এই যা।এরপর যখন আপনি জল থেকে মুখ তুলে উপড়ে উঠবেন নিজ থেকে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিতে বাধ্য আপনি।জীবনে একবার হলেও এই সঙ্গিতটা শুনে দেখার চেষ্টা করা উচিত প্রতিটা মানুষের।নয়ত হয়ত জীবনটা এক আনা হলেও বাকি থেকে যেতে পারে। 🙂

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ