ঈশ্বরের নাই ঈশ্বর

আতা স্বপন ১৮ মে ২০২০, সোমবার, ১১:১৮:৪২অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

সৃষ্টি আছে স্রষ্টা নাই।
বলে শুধু নাস্তিক রাই।
কোন সূত্রে বলে
পাওয়ার ছারা বল যন্ত্র খানা চলে।

বিজ্ঞান এ অজ্ঞান
নাস্তিক রাই শুধু
গাছ ছারা ফল খায়
আরো খায় কদু।।

তাই ডোন্ড মাইন্ড
নাস্তিকরা ব্লাইন্ড।

স্রষ্টা ওদের এমন করেছে
আমাদের কি ক্ষমতা আছে।

ওদের আস্তিক করি
তারাও আসবে পথে,
আগে যাক মরি।

আস্তিক মরলে যদি,
জান যায় সব ভুল
তাতে তার কি ক্ষতি হল,
বল রে বেভুল।

নাস্তিক মরার পরে
কিতাবের কথা দেখে সত্য
তার কি উপায় হবে
ভাব আল্লাহর ভৃত্য।

নাস্তিক নিয়ে ভাবার
আছি কি কোন দরকার

নাই তো,
নাই নাই নাই
তাকে জানাই আস,
বাই বাই বাই।

আপন মত নিয়ে
ডুবুক ঘোলা পানি খেয়ে।

বলার কথা বলছি তাই
আমরা সবাই আস্তিক ভাই

নাস্তিকতা ভাবনায়,
মরনে নাস্তিক ধরা খেল
নরকের কিট, মরে নরকে
কি এল গেল।।

বিশ্বাস ইমান
নৈতিকতার ছোয়া
রিতিনিতি রসম নিয়মে
সাজিয়েছে দুনিয়া

আজ যদি বিয়ে না হয়
তুমি কুকুর সমান
মায়ের বোনের খালা চাচীর
কেউ কি পেত মান?

সুন্দর স্রষ্টা
সুন্দর নিয়মে
গড়েছেন বিশ্ব
থেক না আর ভ্রমে।

ঈশ্বর বলেছে
তার নেই ঈশ্বর
তিনি আদি অকৃতিম
একমাত্র মহা শক্তিধর।

একথা নাস্তিকে
যতই তুমি বল
অন্ধ মুখ বধির সে
কি করে ভাবলে,নাস্তিক তা মেনে নিল।

ছিলা গালা
লোক তারা
তাদের ভাবনায়
লেগেছ কারা

নাস্তিকতায় বরকত
এগুলোও খোদার দান
যাতে তাদের ক্রিয়াকর্মে
তারা থাকে পেরেসান্

ধার্মিক রাই সুখি
এটাই হল সত্য
ঈশ্বর আছেন থাকবেন সদা
এটাই সুখের পথ্য।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ