কতোটা দুঃখ ছুঁয়ে গেলে ?
বেদনার নীলে কতোটা সুভাষিত হলে ?
জানতে চেয়ে বারবার হারিয়ে গেলে। তুমি সত্যি করে কাছে এলে ঠিকই, কিন্তু বুঝতে পারোনি, কতোটা বিশালতা নিয়ে অপেক্ষমাণ ছিলাম।
তোমায় সুদীর্ঘ পথ কেটে রাস্তা দেখিয়েছি। তোমার অব্যক্ত অনুভূতিতে শব্দ জুড়েছি। তবু তুমি জানলে না, ভালোবাসার হৃদয়ে কতোটা ক্ষত প্রসারিত হল।
যখন বললে; নিজেকে ভালোবাসো। তখন অবাক বিস্ময়ে ডুবে গেলাম, দেখলাম; আমার মধ্যে অন্য কেউ। আমি বাদে সবই বিরাজমান। একরাশ অশ্রুসিক্ত নয়নে সত্য ও সুন্দরের দিকে ছুটে গেলাম- ব্যাকুলতা নিয়ে প্রশ্ন করলাম; আমি কে ? প্রতিউত্তরে ফিরে এলো গুচ্ছ গুচ্ছ নিকষ কালো অন্ধকার।
তারপর প্রলয়ের শিঙ্গায় ফু দিয়ে উঠলো ইসরাফিল। চারিদিক থেকে কলবে কলবে রোল পরে গেলো। নিঃশেষের দিকে জিকির করতে থাকল আঠারো হাজার মাখলুকাত, কারণ সবকিছু এক ও অদ্বিতীয়।
—————***—————-
১০টি মন্তব্য
পপি তালুকদার
সত্যিই আমি কে? এ যেনো এক কঠিন প্রশ্ন! কবিতায় যেন নিজেকে হারিয়ে ফেললাম।শুভকামনা রইল।
সাফায়েতুল ইসলাম
কবিতাটি মন দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগাই আমার লেখার অনুপ্রেরণা। আশাকরি অন্যান্য লেখাগুলো পড়তে আপনাকে উদ্বোধ করবে।
বন্যা লিপি
জাগতিক মোহের টানে ভুলে বসে যাই যা না চাওয়ার তাই চাইতে, দিন শেষে মুখোমুখি হতেই হয়, কার কাছে কী চাইছি কেন চাইছি? আমিই বা আসলে কে?
শুভ কামনা
সাফায়েতুল ইসলাম
আপনার মন্তব্য আমার কবিতাকে তীব্রভাবে স্পর্শ করল। ভীষণ সুন্দর কথা বলেছেন। আমরা সত্যিই জানি না, কোন এক জাগতিক মোহের টানে ছুটে চলছি এই নিরন্তর পথ চলা।
আপনার জন্য শুভ কামনা রইলো।
রেজওয়ানা কবির
আমি কে এই প্রশ্নে আমি নিজেই চিন্তায় মগ্ন হই অনেকসময়। জাগতিক অনেক বিষয় আপনার কবিতায় ফুটে এসেছে। শুভকামনা।
সাফায়েতুল ইসলাম
আপনার ভাবনায় আন্দোলিত হতে থাকুক অসংখ্য মানুষের বেঁচে থাকার সঠিক তাৎপর্য।
গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেখানেই থাকুক- ভাল থাকুন, সুস্থ থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর কাব্যিকতায় মুগ্ধ প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল অন্তহীণ।
ফয়জুল মহী
নৈপুণ্যময় ও নান্দনিকতায় নিপুণ নির্মাণ!
বেশ মননশীল লেখাটি।
সুপর্ণা ফাল্গুনী
পার্থিব জীবনের মোহে আমার আমিকে খুঁজতে গিয়ে দেখি আমার বলে কিছু নেই, উলুবনে মুক্তো ছড়ানোর মতো সবকিছু বিলিয়ে নিঃস্ব হয়ে পড়ে রই। চমৎকার লেখনীতে এক অমোঘ সত্য তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভকামনা রইলো
আরজু মুক্তা
নিজেকে না চিনলে অন্যকে চেনা কঠিন