ঈর্ষাকে আমি দেখেছি

সিহাব ২৮ আগস্ট ২০১৩, বুধবার, ১০:০৩:০৪পূর্বাহ্ন বিবিধ ২৫ মন্তব্য

  

ঈর্ষাকে আমি দেখেছি

সদ্য যৌবন হারিয়ে ফেলা যুবক-যুবতির চোখে !

ঈর্ষাকে আমি দেখেছি

আমারি বন্ধুর চোখে যখন আমি পেরেছি,সে পারেনি !

ঈর্ষাকে আমি দেখেছি

বাচ্চার সেই অবুঝ চোখে যখন মা অন্য কোন বাচ্চাকে কোলে নেয় !

ঈর্ষাকে আমি দেখেছি-বুঝেছি

আমারি মনের জড়তায়,নিচুতায় !

পাশের ঘরের মেয়েটির যখন ভাল পাত্র জোটে

তখনও আমি ঈর্ষাকে দেখেছি

অন্য ঘরের ভাল পাত্র না জোটা মেয়েটির চোখে !

ঈর্ষাকে আমি দেখছি

ইস্কুলে পড়ার সময় ক্লাসের ১ম ছাত্র থেকে ৫ম ছাত্রদের চোখে !

ঈর্ষাকে আমি দেখেছি

বাপ-মায়ের আমার কাছে আবদারের মাঝেই

যখন পাশের ঘরের কেউ বড় হয় !

ঈর্ষাকে আমি দেখেছি

বড় ভাই ইস্কুলে যাওয়া দেখে ছোট ভাইয়ের আর্তনাদে !

ঈর্ষাকে আমি দেখেছি

অফিসের কলিগদের মাঝেই প্রমোশনের লোভে !

ঈর্ষাকে আমি দেখেছি

ইষ্যৎ ভাবে ঈর্ষান্বিত রুপে !

ঈর্ষাকে আমি দেখেছি

এক রুপ হতে ভিন্ন রুপে-হাজারো রুপে !

তবে ঈর্ষাকে আমি দেখিনি

কোন রাজনৈতিক দলের মাঝে

ভাল কিছু করার প্রয়াসে !

দেখেছি শুধু

খারাপ উদ্দ্যেশ্য সাধনের প্রতিযোগীতায় !!

আর কত ঈর্ষা আমায় দেখতে হবে?

 

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ