
কিসের এতো গোসসা রে ভাই
কও ভুলে আজ জিদ –
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ!
কালের সেরা রূপ হতে ভাই আস্থা রেখে বেশ,
বুকের সাথে বুক মিলিয়ে যাও ভুলে সব দ্বেষ।
দু’দিনের নয় কে অতিথি?
এক গলে গাও সুখের গীতি
ঢালতে চোখে নিদ –
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ!
ভাগ করে খাও পাতের খানা মেনে আপন ভাই,
নইলে সে’ সুখ গড়বে কিরে আঁতে মালেক সাঁই!
কে আছে পর? সবাই আপন,
ভেবেই দ্যাখো নেই যা কাঁপন
ঝরছে হয়ে গীত –
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ!
* সকলের প্রতি রইল পবিত্র ‘ঈদুল আজহা’র
আগাম প্রাণঢালা শুভেচ্ছা। সুস্থ থাকুন সুন্দর
থাকুন, ঈদের মতো খুশিময় হোক জীবনের
প্রতিটি ক্ষণ, কামনা অনন্ত।
ছবিঃ নিজের তৈরী।
৮টি মন্তব্য
হালিমা আক্তার
ঈদের শুভেচ্ছা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
ঈদ মোবারক
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
নার্গিস রশিদ
ঈদ মুবারক।
বোরহানুল ইসলাম লিটন
ঈদ মোবারক
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।
জিসান শা ইকরাম
গীতিকাব্য ভালো হয়েছে।
ঈদ মুবারক,
শুভ কামনা
বোরহানুল ইসলাম লিটন
ঈদ মোবারক
অনুপ্রাণিত হলাম মন্তব্য পাঠে।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
রিতু জাহান
ঈদ মোবারক ভাই,,
ঈদের শুভেচ্ছা রইলো,, এমন ভাবনার রেশ থাকুক আগামি ঈদ পর্যন্ত
বোরহানুল ইসলাম লিটন
’ঈদ মোবারক’
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।