ইসহাকের জোঁক; আমার জমি

নাজমুল হুদা ৪ জুলাই ২০২০, শনিবার, ১২:২৭:০৭অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
প্রথমত
      জমিটি উর্বর
      যুগের হাতবদলে বহুবার চাষাবাদ হয়েছে
      আমাকেও; এবং আমি-
      ওয়ারিস সূত্রে এই জমির ভবিষ্যত কর্ণধার।
.
দ্বিতীয়ত
      কাক, কোকিল ও শকুনের ত্রিপক্ষীয় নজর;
 .
      বুঝানো হয়েছে আমাকে,শুনো-
      আমরা হাইব্রিড জাতের চাষের আওতাভুক্ত
      সম্মলিত বিজ্ঞানসম্মত রপ্তানিমুখী চাষাবাদে
      মিশ্রিত শব্দের ব্যানার ঝুলবে এই জমিতে-
                "সমবায় জিরো টলারেন্স খামার প্রকল্প"
.
তারপর
      ১৮ বছরের প্রাপ্তবয়স্ক আমি
      পরিকল্পিত এক কল্পনায় চুমু বঞ্চিত হই
      রক্ত খতিয়ানে পিতার অঙ্গুলিমাখা ৭১ দাগে
      আমার নয়; আমার পুর্বপুরুষের সেই জমিটি।
.
এখন তাঁর
চলে পালিত তরিকার অবৈধ চোরাচালান
সময় অসময়ে বাম্পার ফলন- ভেসে উঠে
আলু উত্তোলন চিত্রে টনে টনে দুর্নীতিবাজ।
.
শেষ দৃশ্য
     আমি আমার প্রজন্মকে বলছি
     বয়োবৃদ্ধ আমি; জমিতে প্রথম যৌবন হারানো
     আবু ইসহাকের জোঁকের মতো জলের নৌকায়।
[ছবিটি ব্লগ থেকে নেওয়া]
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ