ইচ্ছে যখন চুরি

খেয়ালী মেয়ে ১২ আগস্ট ২০১৫, বুধবার, ১০:৪৮:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৬২ মন্তব্য

আমি খেয়ালী মেয়ে, সোনেলা পরিবারের একজন—প্রায় বছরখানেক আগেও এই সোনেলা পরিবার আমার কাছে ছিলো অজানা, অথচো আজ সেই সোনেলা আমার অনেক প্রিয়,খুব কাছের—সোনেলাতে এসে খুব সহজেই পেয়ে যাই অনেকগুলো ভালো লেখকের সন্ধান—যাদের লেখা আমাকে জোঁকের মতো আঁকড়ে ধরেছে—মুগ্ধ হয়ে পড়ি তাদের লেখা, সময়ের ব্যবধানে অনেকেই আমার খুব প্রিয় হয়ে গেছে—অপেক্ষা করি তাদের নতুন লেখার, শেখার চেষ্টা করছি প্রতিনিয়ত তাদের লেখা পড়ে......শুধু তাই নয় সোনেলা পরিবারের মানুষগুলোর জন্য এতোটাই মুগ্ধতা আমার মাঝে তৈরি হয়েছে যে তাদেরকে চোখ দিয়ে এক নজর দেখার তীব্র ইচ্ছে জাগে মনে—আর এই ইচ্ছে থেকেই জন্ম নেয় আর একটা নতুন ইচ্ছের, “চুরির ইচ্ছে” 🙂

গত ২দিন আমি এফবিতে যতোক্ষণ ছিলাম সেই সময়টা চেষ্টা করেছি আমার প্রিয় কিছু ব্লগারের এফবি প্রোফাইলে গিয়ে তাদের এক নজর দেখে আসার এবং সাথে করে তাদের প্রোফাইল থেকে কিছু একটা চুরি করে নিয়ে আসার—কিন্তু সব ইচ্ছে কি পূরণ হয়?—হয় না, আর সেজন্যই হয়তো সবাইকে এক নজর দেখা হলো না—কিন্তু চুরির ইচ্ছেটা পুরোপুরি না হলেও অর্ধেক পূরণ হয়েছে 🙂

চুরি করেছি, আমি চুরি করেছি—কেউ আবার পুলিশ ডাকতে যাবেন না কিন্তু :@ 

জিসান ভাইয়া,  সোনেলা পরিবারে আসার আগ থেকেই আমি আর জিসান ভাইয়া এফবি ফ্রেন্ড 🙂  জিসান ভাইয়াকে আমি দেখেছি সোনেলাতে আসার আগেই—আর এই জিসান ভাইয়ায় আমাকে সোনেলা পরিবারে নিয়ে এসেছে 🙂  তাই বলে কেউ ভাবতে যাবেন না যে তার প্রোফাইলে আমি চুরি করবো না 🙂  প্রথম চুরিটা আমি জিসান ভাইয়ার প্রোফাইল থেকেই শুরু করেছি 😀  তবে চুরি করতে গিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম যে কোনটা রেখে কোনটা করবো চুরি ;?  এতোকিছু উনার প্রোফাইলে, শেষপর্যন্ত উনার ভর্তাভর্তি খাবার টেবিলে গিয়ে চোখ আটকালো—লোভ সামলাতে পারলাম না—চুরি করে নিয়ে আসলাম উনার ভর্তাভর্তি টেবিল \|/
Picture1

শুন্য শুন্যালয় আপু, তাকে আমি আগে থেকে চিনলেও সোনেলাতে এসেই আপুটাকে আমি খুব আপন করে পেয়েছি 🙂  তার এফবি ফ্রেন্ড হয়ে তাকে দেখারও সৌভাগ্য হয়েছে আমার 🙂  কত্তো সুইট কিউট একটা মেয়ে  -{@  ছেলে হলে র্নিঘাত আমি শুন্য আপুর জন্য দেবদাস/কালিদাস হয়ে যেতাম (-3  অনেক ভালোবাসি তোমায় শুন্য আপু (3  কিন্তু তোমার এফবি প্রোফাইল থেকে চুরি করার ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেলো 🙁  কেনো যে আমি এফবিতে অ্যাক্টিভেট হলে তুমি ডিঅ্যাক্টিভেট হয়ে যাও ;?  এফবিতে না পেয়ে অনুমতি ছাড়াই সোনেলা থেকে তোমার একটা ছবি নিয়ে নিলাম, একটু করে চুরির স্বাদ পাওয়ার জন্য 😀

সোনালী আলোয় ভেসে বেড়ানো জল আর ইচ্ছের ছুটোছুটি...
তবু নিরুদ্বেগ সূর্য ঘড়ির কাঁটার নিয়মে সাজে পরিপাটি…
1920464_579572295481186_139415010346354961_n

লীলাবতী আপু, সোনেলার কল্যাণে আপুটাও আমার অনেক প্রিয় হয়ে গেছে 🙂  দুজনেই আমরা এফবিতেও ফ্রেন্ড, কিন্তু তাতে কি :@  এতো প্রিয় মানুষটাকে একবারও দেখার সুযোগ হলো না 🙁  তবে তার আইডিতে গিয়ে আর এক লীলাবতীর ছবি পাওয়া গেলো, যার হাসিতে মুক্তো ঝরে 😀   কি আর করা চুরি করে তাকেই নিয়ে আসলাম \|/
10363908_1439008209718524_1253378941879031081_n

ছাইরাছ হেলাল, সোনেলার জন্যই আমরা এফবি ফ্রেন্ড—তাকে আমার দেখা হলো না 🙁 তার আইডিতে গিয়ে তাকে অনেকটা কিপটুস টাইপের মনে হলো :p  কিচ্ছু রাখেনি চুরি করার জন্য 🙁  শুধু নাম না জানা ক্যাক্টাস ফুলের ১টা ছবি ছিলো, কি করবো সেটাই নিয়ে এলাম 🙂
480429_4291607339772_667687820_n

নীলাঞ্জনা নীলা আপু, আমরা এফবি ফ্রেন্ড না, তবে সোনেলাতে এসে পেয়েছি এই মিষ্টি আপুটাকেও 🙂  সোনেলাতে আপুটাকে দেখেছি, তারপরও তাঁর লেখা পড়ে তাকে আরো বেশি করে দেখার ইচ্ছে জাগলো- আর সেজন্যই চুপিচুপি তাঁর আইডিটা খুঁজে বের করি, দেখে আসি আপুটাকে 🙂  মনের ভিতর প্রশ্ন জাগে, মানুষ এতো সুন্দর কি করে হয় ;?  চুরির করার জন্য কতোকিছু রেখে দিয়েছে, তাই দেরি না করে চুরির ইচ্ছেটা পূর্ণ করে চলে আসি 😀

অবহেলিত ঘাস তোমার সবুজে মেঘের আদর
Picture1

মেহেরী তাজ, ছোট্ট সুইট কিউট একটা মিষ্টি মেয়ে—আমি তাকে দেখেছি আর সেজন্যই বলতে পারছি যে মেয়েটা কত্তো সুইট 🙂  এই সুইট মেয়েটাও আমার এফবি বন্ধু ভাবতেই ভালো লাগছে :c  তার ওয়ালে খুব সুন্দর দুটা কবুতর দেখে চুরি করার কথা মনে পড়ে গেলো, তাই কাল’বিলম্ব না করে তার ম্যাডাম পরিচর্যার অভাবে যে পাখিগুলোকে বিক্রি করে দিচ্ছেন আমি সেগুলোকে নিয়ে আসলাম 🙂
Picture1

ব্লগার সজীব ভাইয়া, আমরা এফবি ফ্রেন্ড না—তবে সোনেলাতে আমি তার লেখা পড়ে মুগ্ধ 🙂  এতোটাই মুগ্ধ যে তার লেখা পড়ে আমি চিন্তায় পড়ে যাই যে, না জানি ছেলেটার মাথায় কত্তো কত্তো গোবর আছে ;?  তাইতো গোবরভর্তি মাথা দেখার জন্য তার আইডিটা হারিকেন নিভিয়ে খুঁজি, পেয়েছি খুঁজে ব্লগার সজীবের আইডি 🙂  বাংলা বছরের প্রথম দিনেই নতুন ভাবে ফিরে আসা সজীব ভাইয়ের ছবি দেখে আমি হেসে মরি :D)  এই পিচ্চিই কিনা কয়দিন আগে নিজেকে প্রাপ্তবয়স্ক বলে দাবি করে :D)  একটু জোরে হাসা দরকার, কিন্তু না আগে চুরি করি কেটে পড়ি তারপর না হয় হাসবো 😀
11081036_1376818519315047_6413489996909271146_n

সীমান্ত উন্মাদ, সার্চ দ্যা খোঁজ করে গিয়েছি আমি তাহার আইডিতেও—কিন্তু তাঁর দেখা মিললো না 🙁  উন্মাদের প্রোফাইল এবং কাভার পিক দেখে ভয় পেয়ে গেছি 😮  তাইতো তাড়াতাড়ি তাঁর একটা স্ট্যাটাস চুরি করে কেটে পড়েছি 🙂
“পাবলিকের বাঁশ আর তেল্লের ঝাঁজ কি জিনিস টের পাইন আ মনুরা। এখন টাইম আছে দেশ সেবার রাজনীতির ভন্ডামী ছাইড়া ভালো হও। কথাটা বেবাগ দলের লাগ্গাই প্রজোয্য"

নুসরাত মৌরিন আপু, কোথায় হারালো আপুটা কে জানে ;?  তবে সোনেলাতে এসে প্রথম থেকে আপুটাকে পেয়েছি, দারুন লিখে—তাই দেখার লোভ সামলাতে পারিনি—এফবি ফ্রেন্ড না হলেও সোনেলা গ্রুপে আমাদের পরিচয় আছে—তাইতো র্নিভয়ে হানা দিই তাঁর আইডিতেও 😀  কিন্তু সেটিং খুব মজবুতভাবে করেছে, যার জন্য তাঁকে আমার দেখা হলো না 🙁  কিন্তু আপুটা আমাকে এত্তোগুলা লাভ (3  করে তাই আসার সময় তার কাভার পিকটা চুরি করে নিয়ে আসি 🙂
11215760_10206121590432072_7564531727904450725_n

মনির হোসেন মমি, যার লেখায় বাস্তবতা ধরা দেয়, সেই মানুষটাকে দেখার জন্যও আমি তার এফবি আইডির সন্ধান করি—পেয়েও যাই, দেখাও মিললো 🙂 ফিরে আসার সময় নিয়ে এলাম গ্রাম বাংলার পরিচিত একটা ছবি 😀
11811298_875263322561143_2166037979255607370_n

প্রজন্ম ৭১, খুব কম লিখেন এই ভাইয়াটা-তবে যা লেখেন তাতেই দেশের প্রতি তাঁর গভীর মমত্ববোধ ফুটে উঠে—আমরা এফবিতেও ফ্রেন্ড কিন্তু তারপরও এই ভাইয়াটাকে দেখলাম না 🙁   তবে তার আইডি থেকে খালি হাতে ফিরিনি 🙂
62202_101127123386375_841397687_n

রিমি রুম্মান, আপুটার লেখা ভালো লাগে-লেখা পড়ে তাঁকেও দেখার ইচ্ছে জাগে—পেয়েও যাই খুব সহজে আপুর আইডিটা—দেখেছি হাস্যেজ্জ্বল আপুটাকে, ভালো লেগেছে অনেক 🙂  তবে তার আইডি থেকে কিছু চুরি করার সাহস আমার হয়নি 🙁

অনিকেত নন্দিনী, উনার লেখা খুব অল্প পড়া হয়েছে—তবে যা পড়েছি তাতেই উনার ভক্ত হয়ে গেছি—তাইতো দেখার জন্য এফবিতে উনাকেও খুঁজে বের করি—কিন্তু দেখা হলো না 🙁 অনিকেত নন্দিনী আপুকে নিয়ে লীলাবতী আপুর কোপাকুপি পোস্টের কথা মনে আসতেই উনার প্রোফাইল থেকে কিছু চুরি করার সাহস হলো না ^:^

মারজানা ফেরদৌস রুবা আপু, তাঁর আইডিতে গিয়ে দেখে এসেছি তাকে-তবে চুরির করার সাহস হয়নি 🙁  কোনকিছু চুরি করার সাহস হয়নি সঞ্জয় কুমার এবং সাতকাহন এর আইডি থেকেও, কিন্তু দেখেছি সঞ্জয় কুমার এবং সাতকাহনকে 🙂

আরো দেখার ইচ্ছে ছিলো মোঃ মজিবর রহমান, অলিভার,  হিলিয়াম এইচ ই, কৃন্তনিকা এবং আশা জাগানিয়া আপুটাকে—কিন্তু খুঁজে পাইনি তাদের 🙁

অরন্য স্বপ্ন মিথুন এফবির জগৎ আমি তন্ন তন্ন করে খুঁজেছি এই তিনটা আইডিকে—কিন্তু পাইনি খুঁজে 🙁  তাঁদেরকে দেখার খুব ইচ্ছে ছিলো খুউববববব, ইচ্ছে ছিলো তাদের আইডি থেকেও চুরি করার 🙁  কিন্তু হয়নি ইচ্ছে পূরণ ;(

যাক শেষপর্যন্ত চুরির মিশন অর্ধেক সফল করে আমিও আমার প্রোফাইলে ফিরে এসেছি নিরাপদে—জানি না এই চুরিতে কার কতোটুকু ক্ষতি হয়ে গেলো?—তবে আমার বেশ লেগেছে চুরি করতে—চুরিতেও যে মজা আছে আগে জানা ছিলো না \|/  আমাকে এমন চুরি বিষয়ক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সোনেলা পরিবারকে 🙂

সব শেষে আসুন একটা গান শুনি-

ভালো থাকবেন সবাই 🙂
শুভকামনা রইলো -{@

(খেয়ালী মেয়ে)

0 Shares

৬২টি মন্তব্য

  • মেহেরী তাজ

    আমি কিন্তু মনে মনে ভাবছিলাম আপনি কোথাও চুরি করতেই গেছেন। তা না হলে এতো দিন পোষ্ট নাই কেন? যাক আমার ধারনা ঠিক।
    আমার প্রফাইল থেকে ও চুরি করছেন তাও আবার আমার প্রিয় একটা ছবি?! 😮 পুলিশ ডেকে লাভ হবে না। আমার নিজেরই আরো সাবধান হতে হবে।

    যাক সব কিছু মাফ করে দিলাম শুধু আমায় সুইট কিউট বলছেন তাই। :@
    তবে আমি কিন্তু ছোট না হুম।

    • খেয়ালী মেয়ে

      এই চুরি আমি কখন করেছি জানো?–যখন তোমার বিবাহের দাওয়াত নিয়ে আমার টকিং করছিলাম, চুরিটা সে সময়ে সফলতার মুখ দেখে–তুমি কিচ্ছু টের পাওনি 😀
      সাবধান হও -সাবধান হও এভাবে কখন আবার কে এসে সব নিয়ে যাবে, বলাতো যায় না 🙂
      আমি কিন্তু কারো কাছে মাফ চাইনি,হুউউউউউউ…..চুরি করেছি বেশ করেছি 😀
      যাও তোমাকে আর ছোট বলবো না,পিচ্চি বলবো, ঠিক আছে?– :p

      • মেহেরী তাজ

        বিবাহের মত একটা গুরুতর আলোচনার সময় কেউ চুরি করতে পারে???
        আপনি যে পাক্কা চোর। না না না জেন্ডারে সামান্য ভুল করলাম চুন্নি তা আগে জানাছিলো না। কুতাও দেখি শান্তি নাই। ^:^

        নর্থবেঙ্গলীয়ান ডায়লগ ” যেই লাউ সেই কদু। ” ” যেই ছোট সেই পিচ্চি। ” যা ইচ্ছা ডাকেন। আমি আপনাকে অনেক ভালো পাই। :p :p :p

      • খেয়ালী মেয়ে

        সুযোগের সদ্ব্যবহার করতে হয়–আমিও সেটাই করেছি 🙂 আর সুযোগের সদ্ব্যবহার করা অনেক ভালো কাজ, বুঝছো কিছু 😀
        আমি বিরাট টাইপের চুন্নি আছি 😀 তাড়াতাড়ি বিবাহের দাওয়াত করো 🙂

        আমিও তোমাকে অনেক ভালো পাই 🙂 (3 ইউ বেবি :p

      • মেহেরী তাজ

        বিবাহ???
        তা তো দেবোই। আপনাকে দাওয়াত না করে আমার বিয়েই হবে না বলেছি না??? 🙂

        আচ্ছা ভালো কথা আপনি আমার বিয়ে নিয়ে এতো কিউরিয়াস কেন! আবার কোন চুরির মতলব নাই তো…..? ;?

      • মেহেরী তাজ

        হায় হায় আমার তো সাবধানেরু উপর কিছু থাকলে সেটা টাই করতে হবে।

        তবে হ্যা সেই সময় সিকিউরিটি অনেক কড়া করে দেবো। :p

  • অলিভার

    ওরেবাপ্পস্‌!!
    এমন আইডিয়া মাথায় নিয়ে ঘুমান কিভাবে!!! আর ঘুরে ঘুরে সব প্রোফাইল থেকে নিজের মত করে প্রোফাইলিং করা!!
    তবে ঘুরেছেন, দেখেছেন এবং চমৎকার সব জিনিষই চুরি করেছেন সেটা অস্বীকার করা সম্ভব নয় 🙂

    শুভ কামনা রইলো, ভবিষ্যতে চুরি করা থেকে নতুন কি আসে সেটা দেখার অপেক্ষায় রইলাম 🙂

  • ব্লগার সজীব

    আমি পালিয়েও রক্ষা পেলাম না? 🙁 সেই ছোট বেলার কথা ভেবে একটা ছবি দিলাম নেট হতে,এতেই আবার আমি পিচ্চি হয়ে গেলাম 🙁 কে জানতো আপনি খুঁজবেন,তাহলে ইয়া বড় একটি মানুষের ফটো দিতাম প্রফাইল পিকচার।কেবল প্রাপ্ত বয়স্ক ভাবা শুরু করিয়েছিলাম সবাইকে,সব চেষ্টাই বৃথা আমার ;(
    অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,আমার এই ব্লগ আইডিতে আমি আর লগইন হতে পারিনা 🙁 ব্লগের জন্য ফেইসবুক আইডি আমার আর করা হলো না।
    পরী আপু,আপনি এমন আইডিয়া কোথায় পেলেন?প্রচুর খেটেছেন এই পোষ্টের জন্য -{@

    • জিসান শা ইকরাম

      ‘ বাংলা বছরের প্রথম দিনেই নতুন ভাবে ফিরে আসা সজীব ভাইয়ের ছবি দেখে আমি হেসে মরি :D) এই পিচ্চিই কিনা কয়দিন আগে নিজেকে প্রাপ্তবয়স্ক বলে দাবি করে :D) একটু জোরে হাসা দরকার, কিন্তু না আগে চুরি করি কেটে পড়ি তারপর না হয় হাসবো 😀 ‘
      সজীব কট হয়ে গেলো 🙂

    • খেয়ালী মেয়ে

      আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয় 🙂
      দুঃখিত সজীব ভাইয়া আপনেকে আবার পিচ্চি বলে ডাকতে হচ্ছে বলে 🙁
      জালিম দুনিয়া কেউ বুঝলো না, আমাদের পিচ্চি সজীবও এখন বড় হয়েছে ;(
      ডোন্ট ওরিউউউ ব্রাদার একদিন আপনিও বড় হবেন,অনেক বড়–তখন আর আপনেকে নেট থেকে ইয়া বড় একটি মানুষের ফটো খুঁজে দিতে হবে না—আমরাই তখন বলবো পিচ্চি সজীব বড় হয়েছে :p

      ব্লগের জন্য ফেইসবুক আইডি আমার আর করা হলো না–আপনার এই কথাটা একটু ভাবাচ্ছে ;? আমার কেনো জানি মনে হচ্ছে, আপনার যে আইডিটা আমি পেয়েছি, সেটা ব্লগার সজীবের একমাত্র ফেসবুক আইডি নহে 🙂 আরো আছে মে’বি….

      • ব্লগার সজীব

        লোকে যাতে বড় বলে এমন পোষ্টই দেবো এখন হতে।আমার লেখায় প্রমাণিত হবে যে এইসব লেখা ছোটরা লিখতে পারেনা :p ব্লগার সজীবের রিয়েল আইডি আছে একটি।আপনার বন্ধু তালিকায় থাকাও বিচিত্র কিছু নয়।বড়রাই আইডি লুকাতে পারে,ছোটরা নয় \|/

      • খেয়ালী মেয়ে

        হুমমমমম মন্তব্য নয়, পোস্ট দিয়েই প্রমাণ করে দিন আপনি বড় হয়েছেন :p
        আপনার বন্ধু তালিকায় থাকাও বিচিত্র কিছু নয়-এই লাইনের শানে নুযুল কি একটু পরিষ্কার করে বলবেন ;?

  • হিলিয়াম এইচ ই

    লেখাটা ভাল লাগছে। চুরি থেকে যখন দারুন কিছু হয় তখন তো চুরিই ভাল!!! 😀

    তবে যাই হোক। আমাকে আপনি খুজেঁ পেলেন না!! আমি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছি। আসল নামে, তানজিল মোহাম্মাদীন। 🙂

  • জিসান শা ইকরাম

    আরে আমার প্রিয় ভর্তা সব চুরি হয়ে গেলো।
    সোনেলা পুলিশকে খবর দিতে হয় এক্ষুনি।

    তোমার উদ্ভাবনী ক্ষমতা দেখে অবাক হলাম খুব
    আমার ব্লগিয় জীবনে এমন পোষ্ট এই প্রথম দেখলাম।

    • খেয়ালী মেয়ে

      পুলিশকে খবর দিয়ে লাভ হবে না–যা চুরি করেছি তা যদি পুলিশবাবুরা দেখে তাহলে আপনেকেই বাঁধবে তারা-আপনার বাসায় দাওয়াত খাওয়ার জন্য 🙂

      একটা সত্যি কথা বলি ভাইয়া- আমি না এই ছবি যতবার দেখছি ততবারই ভাত খেতে ইচ্ছে করছে 🙁 এই ছবি চুরি করে নিজেকে এখন খাদক মনে হচ্ছে-শুধু খেতে ইচ্ছে করছে..বুঝতেছি না কিছু যে,কি করবো ;?

  • শুন্য শুন্যালয়

    ইশ রে আপু, তুই কেনো ছেলে হলিনা!! আজ পর্যন্ত কোন ছেলে আমার জন্য দেবদাস/কালিদাস হইলো না (-3
    আমিও যে তোমাকে অন্নন্নেক ভালোবাসি আপু। (3 আগে যদি বলতে আমার দুয়ার তোমার জন্য অবারিত করে রাখতাম, পৃথিবীতে প্রথমবারের মত কেউ তার সবকিছু চুরি হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতো।
    এতো কিউট উপহার আমি সবসময়ের জন্য বাক্সবন্দী করে রেখে দিলাম। না, আমি এতো ভালোবাসার প্রতিদান দিতে জানিনা।
    কতো যে চমৎকার একটি পোস্ট হয়েছে এটি, বোঝাতে পারছিনা। এমন চোর তুমি সারাজীবন থেকো। -{@ 🙂

  • শুন্য শুন্যালয়

    তুমি এক্টিভেট হলেই আমি ডিএক্টিভেট হয়ে যাই? 🙂
    বধু তোমার আমার এই যে পিরিতি বোঝাবো বলো কি দিয়া 🙂
    একটা কষ্ট শেয়ার করি তোমাকে——
    সোনেলা আর ফেসবুকের একটা আপু আমার অনেক অনেক প্রিয় ছিল, না এখনো আছে। তাকে উৎসর্গ করা একটি পোস্টও আছে আমার সোনেলায়। একদিন হুট করে তাকে আর পাইনা ফেসবুকে। মেসেজে কারন জানতে চাইলে আপু বললো, স্যরি শুন্য, তুমি ফেসবুকে আসোনা তো, তাই তোমাকে রিমুভ করেছি। আমি সারাদিন সেদিন কেঁদেছি, এতটা কষ্ট অজানা, অচেনা কেউ আমাকে আগে দিয়েছে কিনা জানিনা। ভালোবাসা, মায়া এসব প্রকাশ চায়রে আপু, সময় চায়, সেই সময় যে আমার হয়না। দূর থেকে সে মায়া কেই-ই বা দেখবে? ফেসবুকে একাউন্ট রেখে দিয়েছি, হয়তো মিনিট পাঁচেকের জন্য যাইও, কিন্তু তোমাদের কারো ওয়ালে যেতে পারছিনা, তোমাদের মন্তব্যের উত্তর করতে পারছিনা, এটা আমার আর তোমাদের সবার জন্যেই কষ্টের। আমি তাজ, খেয়ালী আপু বাচ্চাকাচ্চাগুলাকে আর হারাতে চাইনা। সময় হলে আবার ফিরে আসবো। আর আমার প্রিয় সোনেলা থাকতে আর কি লাগে!! লাভু ছোট্ট ছোট্ট আপুরা। (3

    • খেয়ালী মেয়ে

      আমি তোমাকে কখনোই রিমুভ করতে পারবো না আপু….তবে খুব তাড়াতাড়ি ফিরে না এলে কিন্তু একসময় আমিই হারিয়ে যাবো….এটা কিন্তু একপ্রকার হুমকি’ধামকি মনে থাকে যেন :@

    • মেহেরী তাজ

      শুন্য আপু তাহলে আপনাকে নিয়ে আমার সাথে হওয়া ঘটনা শুনাই।

      আমি সবে ব্লগে এসেছি, ফেসবুকেও খুব এক্টিভ। আপনি নওগাঁ আপু সেটাও জেনেছি। “শুন্য” নামের যত আইডি পাইছি সব দেখা শেষ। হঠাৎ একদিন আমার আছে একটা ফ্রেন্ড রিকুয়েস্ট আসলো। ধুর কে না কে ভেবে ওপেন না করেই রেখে দিছি। পরে দেখি নামটা “শুন্য” দিয়ে শুরু। আমি তো খুশিতে পাগল হয়ে যবো অবস্থা। এড করলাম। সেই আমাকে ম্যাসেজ দিলো তাজ আপনার প্রোফাইল টা তো অনেক সুন্দর, হেন তেন। আমি ভাবি কিরে আপু এমন করে কথা বলে কেন?? দেখি! ব্লগে এসে আপনার নাম চেক করলাম। পরে দেখি শুন্য শুন্যালয় না ওটা ছিলো শুন্য ইন্দ্রিয়।

      # আপনি আইডি ডিএক্টিভেট করেছেন বুঝিনি। লিস্টে আপনাকে খুজে পাই না। আমার তো মাথা খারাপ অবস্থা। আমি একজন কে বললাম আচ্ছা আপু কি আমায় ব্লক মারছেন?? উনি বললেন তুই কি এমন কিছু করছিস যে সে তোকে ব্লক মারবে? আমি বলি না! উনি বলেন আরে বোকা একাউন্ট ডিএক্টিভেট করে দিছে।।।।।।

      আপু আমি আপনাকে কোন দিন রিমিভ করবো আপনিই বলেন????

      • শুন্য শুন্যালয়

        হা হা হা, শুন্য ইন্দ্রিয় :p তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি এখন পাত্র খুঁজতে গেলে শুন্য নাম খুঁজবা। আমি মাঝে মাঝেই পালাই। ঘর থেকে পালাইতে পারিনা, তাই একাউন্ট নিয়ে পালাই। ভাবতেছি এবার ঘর সংসারে মন দেব, আর পালাবো না।
        তোমাদের ডিএক্টিভেট করবো পাগল হইছো? আমাকে এত ভালোবাসো দেখে খুশিতে আমিও এখন পাগল প্রায় অবস্থা। সত্যি বলছি আমি খুব লাকি। (3 ইউ।

  • শুন্য শুন্যালয়

    লোভী পেটুকের ভর্তাভুর্তির ছবি আর দিওনা, খিদা লেগে গেলো। এত যে লোভ দেই, তাও তার পেটের কিছু হয়না, আবার নাকি ওজন বাড়ছে।

  • নুসরাত মৌরিন

    এই যে পরী আপু।তোমাকে ভাল না বেসে পারি বলো??আমি আছি এই তো এখানেই হয়ত সবার পিছনে ছায়া হয়ে,আসবো যেদিন সেদিন ডালি ভর্তি করে আবার অনেক কথার ঝুড়ি নিয়ে আসবো…।
    আপাতত আছি নিরুদ্দেশে…।
    কিন্তু আমার এই নিরুদ্দেশেও কেউ যে আমাকে মনে রেখে দেবে তা কিন্তু আমি ভাবি নাই।
    সত্যিই সারপ্রাইজড।
    আর তাই তো আমি ফিরবো…ফিরবো এই আঙ্গিনায়…যেখানে ভালবাসা সবসময় দুয়ার মেলে রয়েছে আমার অপেক্ষায়…।
    আমি সত্যিই অনেক বেশি অবাক হয়েছি আমাকেও ভুলে যাওনি বলে…।
    ফিরবো কোনো একদিন…।নিশ্চয়ই ফিরব…এদিক ওদিকের ব্যস্ততা গুলোকে একদম একপাশে রেখে আসবোই আসবো…।দোয়া করো আমার জন্য।
    আর তোমাকে আবারো এত্তগুলা ভালবাসা আর শুধুই ভালবাসা… (3 (3 (3 (3 (3 (3 (3 (3

  • লীলাবতী

    পরী আপু, তুমি এত্ত এত্ত কিউট কেনো?এই পোষ্টের আইডিয়া কিভাবে এলো তোমার মাঝে?য়ামাদের কতটা ভালোবাসো বুঝতে পারছি (3 লীলাবতীর হাসিতে মুক্তোই ঝড়ে আপু,কত সুন্দর আন্তরিক হাসি ওনার।
    এই আমাদের সজীব? :D) :D) :D) আমি তো হেসেই খুন হয়ে যাবো আজ।খুজে পেলে কিভাবে এই পিচ্চিটাকে? সজীবের লেখার সাথে প্রফাইল পিকচার একদম মানিয়েছে।আমরা তো এমন সজীবকেই জানি,বুঝি।সে আর বড় হতে পারলো না 😀

    • খেয়ালী মেয়ে

      লীলাবতী আপু অনেক ভালোবাসি তোমাদের (3
      তোমাদের প্রোফাইল থেকে চুরি করার তীব্র ইচ্ছে নিয়েই এই পোস্টের জন্ম 🙂
      হুমমম দুই লীলাবতীর হাসিতেই মুক্তো ঝরে 🙂
      বাংলাতে ব্লগার সজীব লিখে সার্চ দিয়েই পেয়ে গেলাম আমাদের সজীব ভাইয়াকে–তার ছবি দেখে আমিও হেসে মরি :D) দেখেছো আমরা যতোটা না পিচ্চি ভেবেছি, আমাদের সজীব ভাইয়া তার চেয়েও আরো বেশী পিচ্চি :D)

  • ছাইরাছ হেলাল

    আপনাকে অনেক তাগাদা দিয়েছি লেখা দিতে, হয়ত একটি বেশি ই। লেখায় আপনার একান্ত
    আন্তরিক ভাবনাগুলো সব সময় সবাইকে স্পর্শ করে যায়।
    এবারের লেখাভাবনা থেকে লেখা সত্যিই অভিনব অ এক কথায় চমৎকার। এজন্যই আপনার লেখার
    ভক্ত হয়ে যাচ্ছি দিন কে দিন।
    আসলে আমিতো ফেসবুকার নই, তাই ভাণ্ডারে তব নাই নাই রতন। ছবিটি আমার বাগানের ফুলের, যার স্থিতি
    মাত্র কয়েক ঘন্টা রাত্রিতে, যদিও খুব হাল্কা কিন্তু দারুণ এক সুগন্ধ।
    আপনার অনেক কালেকশনের মধ্যে আমার পছন্দ দুধ বালকের ছবিটি, অত্যন্ত প্রাণবন্ত তার নামের মতই যে ইদানিং
    সাবালকত্বের পরীক্ষা উত্তীর্ণের চেষ্টা চালাচ্ছে।
    চুপিচুপি আপনাকে একটি কথা বলছি, হাঁড়িটি আপনি হাটে নেবেন্না তা জানি, ইদানিং হেভি ওয়েটদের সাথে
    আপনার বেশ জমে উঠেছে, তা ভালো, বেশ রংয়ের আভাস পাচ্ছি যেন, বলছি না রং…নু অবস্থা চলছে, তবে দেখতে বেশ
    ভালই লাগে, হিংসিত হচ্ছি আবার ভাববেন না যেন।

    অন্য কথায় আসি,
    আমার কঠিন লেখার দায় নিচ্ছি, আপনাদের বুঝিয়েও দিচ্ছি না, সে দায় ও আমার। তবে মন্তব্য যে লেখার থেকেও কঠিন হতে পারে সেটি আমার পাস্টে গেলে দেখতে পাবেন। তখন বুঝতে পারবেন তাঁরা কোন দোকানের বাজার-সদাই করেন।
    এমন লেখার জন্য অনেক ধন্যবাদ।

    • খেয়ালী মেয়ে

      আপনাদের তাগাদা পেয়েই তো কি না কি লিখবো ভেবে যখন কিচ্ছু পাচ্ছি না, তখনিই চুরি করার এই ইচ্ছে জাগে 🙂
      ফেসবুকার না হলেও আপনার ভান্ডারে যা রেখেছেন সেটাই দারুন–সুন্দর ফুল (y) এই ফুল চুরি করে ভালো লেগেছে 🙂
      দুধ বালকের ছবিটি দেখেছেন কত্তো নিষ্পাপ,মাছুম 🙂 ছবিটাই বলে দিচ্ছে আমাদের পিচ্চি সজীব ভাইয়া আসলে কেমন :p
      আমার মনে হয়কি সাবালকত্বের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও সজীব ভাইয়া সে পরীক্ষায় পাস করতে পারবে না 😀

      আমার মনে আরো একটা ইচ্ছে উঁকিঝুঁকি মারছে 🙂 অনেক কঠিন কঠিন শব্দ দিয়ে একটা পোস্ট দেওয়ার ইচ্ছে 🙂
      এই ইচ্ছেটা আপনার লেখা আর আপনার পোস্টের কমেন্টস দেখে উদয় হলো 🙂
      সবশেষে আমার লেখে আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত \|/

  • সীমান্ত উন্মাদ

    বাহ চমৎকার চুরি পোষ্ট, এমন চুরি দেখতে এবং পড়তে অনেক ভাললাগে। আমি সাধারনত সীমান্ত উন্মাদের ফেইসবুক আইডিতে সময়ের অভাবে লগিন খুবই কম করি। তয় আমার এই স্ট্যাটাস চুরি জন্য আপনার জন্যঃ চুরি করেছেন আমার স্ট্যাটাসটা, খুশি হয়েছে তাই এই মনটা।

    আপনি সোনেলা এবং সোনেলা পরিবারের সবাইকে প্রচন্ড ভালবাসেন এইটাই তার প্রমান। আপনি আমাকে সীমান্ত উন্মাদের ফেইসবুক আইডিতে একটা রিকোয়েষ্ট দিতে পারেন, আমি ধন্য হব এবং দেখি দেখা দিতে পারি কিনা। 😀
    :D)

    অনেক অনেক শুভকামনা নিরন্তর আপনার জন্য।

  • নীলাঞ্জনা নীলা

    প্রথম কথা এখনই ৯১১ তে ফোন দিয়ে কানাডিয়ান পুলিশকে ডাকবো। কারণ, চুরী করা হলো তাও আগাছা, পথের ঘাসকে? কেন বাপু আর কি সুন্দর সুন্দর ছবি ছিলো না? নিজের এতো সুন্দর চাঁদমুখখানা কি দোষ করলো? :p
    নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে এর জন্যে শাস্তি অবশ্যই প্রাপ্য। :@

    পরী আপু এতো ভালোবাসো কেন আমায়? জমে থাকা আবেগটাকে ভাসিয়ে দিচ্ছো কেন? কষ্ট হয় যে! ইস এখানে জাপটা(hug আমার ছেলের তৈরী শব্দ, ছোটবেলায় বলতো জাপটা দাও) ইমো নেই কেন? জাপটার ইমো চাই।

    -{@ (3

    • খেয়ালী মেয়ে

      ইশশশশশশ্ পারবা না পুলিশকে ডাকতে 🙂
      হুমমমম তোমার সবকিছুই অনেক সুন্দর–অনেককিছুই ছিলো চুরি করার মতো–তবে এই ছবিটা আমার খুব ভালো লেগেছে–ক্যাপশনটাও দারুন “অবহেলিত ঘাস তোমার সবুজে মেঘের আদর”—তোমার সুন্দর চাঁদমুখখানা দেখেছি, তবে ঐ চাঁদমুখ চুরি করার মতো সাহস আমার এখনো হয়নি 🙂

      জাপটা-দারুন শব্দ–আপু তোমার ছেলেতো দারুন সমার্থক শব্দ তৈরি করেছে (y)
      হুমমম জাপটার একটা ইমো থাকলে মন্দ হতো না 🙂

  • প্রজন্ম ৭১

    পরী আপু,খুব অবাক হলাম আমি।তেমন একটি যোগাযোগ নেই আপনার সাথে।নিয়মিত আসিও না ব্লগে।তারপরেও আপনার এই পোষ্টে আমাকে স্থান দিয়েছেন।অত্যন্ত সন্মানিত বোধ করছি।ভাগ্যবান মনে করছি নিজকে এটি ভেবে যে,সোনেলায় না এলে আপনার এবং আপনাদের মত মানুষের সাথে পরিচিত হতে পারতামনা।আপনাদের সোনেলা পরিবারের একজন আমিও,এটি আমার গর্ব।
    প্রজন্ম ৭১ আমার ব্লগ এর নাম,একাত্তরের প্রজন্ম আমার ফেইসবুক এর নাম।এখানে প্রজন্ম ৭১ দিলেই মনে হয় ভালো হয় 🙂
    শুভেচ্ছা আপনাকে।আর এত ভালো একটি পোষ্ট দেয়ায় ধন্যবাদ -{@

    • খেয়ালী মেয়ে

      হুমমমম আমরা সোনেলা পরিবারেরই একজন 🙂
      এই পরিবারে এসে যাদের আমি পেয়েছি তাদেরকে স্মরণে রাখবো না এটা কি করে হয়–
      আপনার নামের বিষয়টা আমি খেয়াল করেছি–দু’জায়গাতে দুই নাম–আর লেখাটা যখন লিখছিলাম তখন এফবির নামটাই লেখি, চেঞ্জ করার কথা খেয়াল ছিলো না–এখন অবশ্যই চেঞ্জ করে দিয়েছি 🙂
      ধন্যবাদ আপনাকেও -{@

  • স্বপ্ন

    চুরি করে এনে আবার প্রকাশ করে দেয় কি চুরি করেছেন দেয়।চুরির মালামাল গুলো দেখে আমারই তো লোভ লেগে যাচ্ছে। আপু আমার ফেইসবুক খুঁজে না পেলে আমার ব্লগ থেকে কিছু নিতে পারতেন।আমার কোনকিছু আপনি চুরি করেননি দেখে খারাপ লাগছে 🙁 কোনকিছু চুরি হয়ে গেলে যে ভালো লাগতে পারে আপনার পোষ্ট তার প্রমান -{@

  • অনিকেত নন্দিনী

    কোপাকুপি!?? আমার নামে এত্ত বড় অপবাদ??? ;(
    ছিলোরে পাগলী, চুরি করার অনেক কিছুই ছিলো কিন্তু কথা হইলো চোরের হৃদপিন্ড যদি চুরির আগেই অতিমাত্রায় ধুকপুক ধুকপুক করে তো আমার আর কীইবা করার আছে?

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ