ইচ্ছে পোড়া ছাই

খাদিজাতুল কুবরা ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৭:৫১:২৯অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

 

আমি ফিরে পেতে চাই হারানো উৎফুল্ল দিন,
ফিরে দেখতে চাই চরকা কাটা রঙিন ঘুড়ির উড়ান।
আমি আকাশের নীল গায়ে মাখতে চাই,
আমি আঁকা বাঁকা মেঠো পথ ধরে বিনুনি দোলাতে চাই।
আমি পুকুর জলে আনমনে ডিল ছুঁড়তে চাই,
কদম পাড়ার ব্যর্থতায় বারবার বিষন্ন হতে  চাই।
আমি কুমড়া ফুলের বড়া বানিয়ে বনভোজনে মাততে চাই।
আমি খেয়ালি মনের হেঁয়ালির সুরে হারাতে চাই,
হেমন্তের ধানের ক্ষেতের মিষ্টি হাসির সাথী হতে চাই।
খেজুর রসওয়ালার হাঁড়ি ফুটো করে পালাতে চাই,
কৃষ্ণচূড়ার ডাল ভেঙে লাল-সবুজের খেলাঘর বাঁধতে চাই।
আমি রান্না বাটি খেলায় পুতুলের বিয়ে দিতে চাই,
আমি বন্ধুর সাথে ঝাঁক বেঁধে স্কুল যেতে চাই।
বদমায়েশির শাস্তি ভোগ,
কানে ধরা ভারি মজা বলে হেসে উড়িয়ে দিতে চাই,
আমি  দূরন্ত ডানা মেলে গাঙচিলের সঙ্গী হতে চাই।

আমার ইচ্ছে গুলোকে __
তোর/তোদের কামনার আগুনে পুড়িয়ে দিসনারে!
একটু খানি মানুষ হয়ে বাঁচতে চাই!
মায়ের চোখের ভাষায় পড়েছি তোদের শিকারি চাহনী!
সেই শৈশব থেকেই।
আমি ষোড়শীর কপালে  সমাজ খোদাই করে লিখে দিবে "ইচ্ছে পোড়া ছাই"।
ওরে পাপিষ্ঠ সীমার তো তুই,
অথচ পৃথিবীর নারকীয়তা স্পর্শ করবে প্রতিনিয়ত আমাকেই।
একটি বার মানুষ হয়ে বাঁচতে চাই।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ