
ইচ্ছে করে আবার সেই
ছোট্ট শিশুটি হই,
মায়ের কোলে ঘুপটি মেরে
চুপচাপ ঘুমিয়ে রই!
ইচ্ছে করে চলে যাই
সেই ছোট বেলায়,
বন্ধুদের সাথে লাগাতাম কাট্টি
যখন-তখন কথায় কথায়!
ইচ্ছে করে ছুটে যাই
ঐ শীতলক্ষ্যা নদীতে,
এপার থেকে ওপারে যেতাম
সাঁতরে ভাসতে ভাসতে!
ইচ্ছে করে খেলতে খেলা
দৌড়-ঝাঁপ কানামাছি বনভোজন,
গোল্লাছুট ফুটবল দাইড়া আরও–
হতো কতনা আয়োজন!
ইচ্ছে করে বর সেজে
খেলি বাউ-জামাই খেলা,
মোরগ লড়াই খেলা খেলে
কাটিয়ে দিই বেলা!
২৬টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“ইচ্ছে করে বর সেজে
খেলি বাউ-জামাই খেলা,
মোরগ লড়াই খেলা খেলে
কাটিয়ে দিয়েছি বেলা!”
সেদিন তো আর আসে না ফিরে
কেটে গেছে বেলা।
কতদিন হল পার হিসাব করি না তার
অনাদর আর অবহেলা।
দাদার হাতে ছড়া
এক নিমিষে পড়া।
শুভ কামনা।
নিতাই বাবু
সেইদিনে আর বুঝি ফিরে যাওয়া হবে না। গন্তব্য এখন শ্মশানে। তবুও সেইদিনগুলোর কথা সবসময়ই ভাবি!
সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
সুপর্ণা ফাল্গুনী
দাদার কি বিয়ের সাধ মিটে নাই ? বউ-জামাই খেলতে মন চায় মিছেমিছি। শিশু কালের সবকিছু তুলে আনলেন। ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো
নিতাই বাবু
না, মানে সেইদিনগুলোর কথা ভাবতে গিয়ে বউ-জামাই খেলার কথা মনে পড়ে গেল! তাই এক কাপ চা পান করতে করতে সেই নিয়ে লেখার ইচ্ছেটাই এখানে লিপিবদ্ধ করে রাখলাম, শ্রদ্ধেয় দিদি। শুভকামনা থাকলো।
সাবিনা ইয়াসমিন
কত কত সাধ! বউ জামাই খেলার আহ্লাদ কি দাদার এখনো মিটেনি!?
নিতাই বাবু
মিটেছে তো! কিন্তু সেইদিনের কথা আর স্মৃতিগুলো নিয়ে সময় সময় ভাবি!
ভালো থাকবেন শ্রদ্ধেয় দিদি।
মোঃ মজিবর রহমান
এখন বউ জামাই খেলা, খেল্বেন আবার শিশুটি হবেন। আল্লাহ স্বপ্ন পুরন করুক । আমিন।
নিতাই বাবু
তিনি মহান সৃষ্টিকর্তা অবশ্যই অবশ্যই মনের আশা পূরণ করবেন। এতে আমি শতভাগ আশাবাদী দাদা।
সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সবাইকে খুশি ও শান্তিতে রাখুক কামনা করি। ♥💜❤💚💙
আরজু মুক্তা
শৈশব ভোলা যায় না!!”
নিতাই বাবু
সত্যি তা-ই! তবে এ নিয়ে এখনো সময় অসময় ভাবি! ইশ কতনা মজা ছিল, সেই দিনগুলো!
সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দিদি।
মনির হোসেন মমি
ইচ্ছে করলেই জীবনের এ পড়ন্ত বেলয় সব ইচ্ছে পূরণ হবার নয়। এ কেবলি স্মৃতির পটে আকাঁ একহ্রাস হাহুতাস। দারুণ কবিতাটি।
নিতাই বাবু
সেদিন ছোটবেলার কাট্টি লাগানো এক বন্ধুর সাথে আচমকা দেখা হয়ে গেল! এই বন্ধুটির সাথে কাট্টি লাগানোর পর আমরা সপরিবারে আদর্শ কটন মিল থেকে শীতলক্ষ্যা নদীর পশ্চিমপাড়ে চলে আসি। কিন্তু বন্ধুটির সাথে লাগানো কাট্টি আর ভাঙা হয়নি।সেই কাট্টি কিছুদিন আগে অন্তত ৩০ বছর পর ভাঙা হলো, কথাও হলে। সেই কাট্টি নিয়েই আমার এই ছোট ছড়া কবিতা।
ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।
জিসান শা ইকরাম
কত কিছু যে ইচ্ছে করে, ফিরে যাই অতীতের সোনা মাখা দিনে,
পারিনা যে।
ভালো লিখেছেন দাদা।
নিতাই বাবু
শ্রদ্ধেয় দাদা, ছোটবেলা বন্ধুদের সাথে কাট্টি লাগিয়েছেন? আমি খেলাধুলার মাঝে কথায় কথায় কাট্টি লাগিয়ে দিতাম। সেই কাট্টি ছুটাতে আবার কিছু তেলখড়িও খরচ হতো। মানে আরও কয়েকজন বন্ধু মিলে যাঁর সাথে কাট্টি লাগিয়েছি, তাঁর সাথে মিলিয়ে দিতো। ওঁদের আবার কিছু খাওয়াতে হতো।
মনে পড়ে যায় সেসব কথা।
ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।
ফয়জুল মহী
দারুণ এক অনুভুতি ,বেশ ভালো লাগলো ।
নিতাই বাবু
ছোটবেলার কাট্টি লাগানো নিয়ে লিখলাম, শ্রদ্ধেয় দাদা। ভালো থাকবেন আশা করি।
কামাল উদ্দিন
দুর্দান্ত লিখেছেন দাদা, আজকে খালি মনটা উতলা করা পোষ্টই পাচ্ছি। ইচ্ছে করে সকল দুনিয়াদারী ছেড়ে সেই ছোট বেলায় পালিয়ে যাই।
নিতাই বাবু
কিন্তু দাদা, সে-সময়ে ফিরে যেতে চাইলেও তো যাওয়া যাচ্ছে না! তবে ভাবা যায় নির্দ্বিধায়! তাই শুধুই ভাবি, সেই দিনগুলো নিয়ে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় কামাল দাদা।
কামাল উদ্দিন
হুমম, ঠিকই বলেছেন দাদা।
ছাইরাছ হেলাল
ইচ্ছেগুলো আসে না আর ফিরে
তেমন করে, খুশির নাচন নিয়ে,
তবুও ইচ্ছে করে ফিরে যেতে
হারিয়ে যাওয়া দিনগুলোতে।
দারুন ছড়া, দাদা।
নিতাই বাবু
আপনার করা মন্তব্যেও কিন্তু ছোট্ট একটা কবিতা প্রকাশ পেয়েছে, শ্রদ্ধেয় কবি ছাইরাছ দাদা। শুভকামনা থাকলো।
তৌহিদ
আমারো অনেক ইচ্ছে করে সেই ছোট্ট বেলায় ফিরে যেতে!! তা কি আর সম্ভব দাদা? তাইতো মাঝেমধ্যে শিশুসুলভ আচরণ করে ফেলি।
আপনার সকল ইচ্ছে পূরণ হোক এটাই কাম্য দাদা।
সুরাইয়া পারভীন
ইচ্ছে গুলো গেছে মরে অনেক আগেই
এখন আর করে না ইচ্ছে এমন করে
দুরন্তপনায় উঠতে মেতে।
দারুণ লিখেছেন দাদা
পর্তুলিকা
ইচ্ছে করে চলে যাই
সেই ছোট বেলায়,
বন্ধুদের সাথে লাগাতাম কাট্টি
যখন-তখন কথায় কথায়!
সোনালী দিনের কথা মনে পরে গেলো। বন্ধুদের সাথে কথায় কথায় ঝগড়া কাট্টি করতাম। আবার এক সেকেন্ডের মধ্যেই ভুলে যেতাম। জামাই বউ কিন্তু খেলি নাই। বৌছি, কানামাছি খেলতাম। ছেলেদের সাথে মারামারি করতাম তখন।
অনেক ধন্যবাদ সুন্দর কবিতায়।
ইসিয়াক
ইচ্ছেগুলো পূরণ হোক। ভালো লাগা।
শুভকামনা রইলো ।