ইচ্ছে করে

নিতাই বাবু ৮ ফেব্রুয়ারী ২০২০, শনিবার, ০৫:১৬:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

ইচ্ছে করে আবার সেই
ছোট্ট শিশুটি হই,
মায়ের কোলে ঘুপটি মেরে
চুপচাপ ঘুমিয়ে রই!

ইচ্ছে করে চলে যাই
সেই ছোট বেলায়,
বন্ধুদের সাথে লাগাতাম কাট্টি
যখন-তখন কথায় কথায়!

ইচ্ছে করে ছুটে যাই
ঐ শীতলক্ষ্যা নদীতে,
এপার থেকে ওপারে যেতাম
সাঁতরে ভাসতে ভাসতে!

ইচ্ছে করে খেলতে খেলা
দৌড়-ঝাঁপ কানামাছি বনভোজন,
গোল্লাছুট ফুটবল দাইড়া আরও–
হতো কতনা আয়োজন!

ইচ্ছে করে বর সেজে
খেলি বাউ-জামাই খেলা,
মোরগ লড়াই খেলা খেলে
কাটিয়ে দিই বেলা!

৭১১জন ৫৪৯জন
7 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ