স্বরবৃত্ত ছন্দঃ৪+৪/৪+২
- ঐ দেখো মা আকাশে তে
- উড়ছে কত ঘুড়ি,
- ইচ্ছে করে তেমন করে
- আমিও যেন উড়ি।
- নীল আকাশ ছোঁয়ার জন্য
- মনে কত আশা ,
- পাখির সাথে গাইতে আমার
- জাগে মনে ভাষা।
- ছায়ার সাথে ইচ্ছে করে
- লুকোচুরি খেলতে,
- আকাশে তে পাখির মতো
- মুক্ত ডানা মেলতে।
রচনাকালঃ
০৮/০৬/২০২১
২৪৮জন
১৯২জন
১১টি মন্তব্য
আরজু মুক্তা
আমারও মন চায় পাখির মতো উড়তে।
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
কামাল উদ্দিন
সুন্দর কবিতা, আমাদের সবার মনেই এমন সব স্বপ্নদের বসবাস…….শুভ রাত্রী
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
পাখির মতো স্বাধীন হলে কত ই না মজা হতো। সুন্দর লিখেছেন। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিমা আক্তার
ইচ্ছে হলেও যায়না পাখির মতো উ্ড়া। ইস আমার যদি থাকতো পাখির মত ডানা। খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।।
হালিম নজরুল
শিশুতোষ ছড়া ভাল লাগল।