ইচ্ছে– আলো– বিচ্ছুরণ।

উর্বশী ৩০ অক্টোবর ২০২০, শুক্রবার, ১১:০৬:৩৫পূর্বাহ্ন চিঠি ২০ মন্তব্য

হে ইচ্ছে প্রিয়,

আমার পড়ন্ত বিকেলের তুমি ঝলমলে রোদ্দুর। হয়তো ভাবছো কিছুক্ষণ  পরে যা কিনা আঁধারে পরিণত হবে।

অন্যের নদীর মোহনায় কেন যে হাত বাড়ায়, দিতে চায় অবহেলায়  প্রেম সমুদ্রে ডুব সাঁতার। বোকামীটা দেখে বড্ড হাসি পাচ্ছে তোমার নিশ্চয় ?  হুম, তাইতো যাপিত মনের অনলের  দীপশিখা প্রজ্জ্বলিত  হচ্ছে,বার বার বুঝাচ্ছ বা বুঝাতে চাইছো।

আরে! আমি যে নক্ষত্র,ছুঁতে পারবেনা,  ধরতে পারবেনা, চাঁদেই যে আমার বসবাস। ভাল ভাবেই  আমার অবস্থান দেখিয়ে দিয়েছো।

এই রাতের আকাশের তারাভরা চন্দ্রিমা রাত,তারাগুলো তোমার দোসর।আবার খররৌদ্র চৈত্রের  দুপুর সেতো আমার বাসর।

কখনও  জলসা ঘরের ঝাড়বাতি,  তবে সুইচ অন্যের হাতে এখানে।তখন আমি জলসা ঘরের নবাবের ইচ্ছের দাস। ইচ্ছে হলে জ্বালায়,আবার ইচ্ছে হলে নেভায়। সেথায় ও আমার বসত আর আবাস। নেই কোনো  স্বপ্ন, সাধ। সবই আজ বিষাদ। কারণ  ঝাড়বাতিদের যেন কোনো  স্বপ্ন নেই, কোনো  সাধ নেই।

ধন্য করেছো বিরহ মোরে, সুধা ভেবে অন্তরে।

সন্ধ্যা যামিনী আলোয় ভারি প্রদীপ  জ্বালি,যে প্রেম আজ কেঁদে মরে  শূন্য মন্দিরে।

আলো- বিচ্ছুরণ  প্রিয়া।

 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ