ইউটোপিয়ার জীবাশ্ম

এজহারুল এইচ শেখ ২১ মার্চ ২০১৩, বৃহস্পতিবার, ০৪:৪৬:২৯অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

ঘুম খাম-খেয়ালি বাতাসের
জ্বলন্ত তুষ,
ভাতের পাতে হাত ক্ষুধার, ঝিমিয়ে থাকে
ক্ল্যাস্টিক-বিষাদ,
জিহ্বা নালে ভেজে না, পড়ে থাকে
উচ্ছিষ্টের স্তুপ,
পাকস্থলীতে আসিড বয়ে যায় চিবিয়ে
খায় মাংস,
নরম দেওয়ালে সীদ কাঁটে পার্থেনিয়াম
বিষ!

ক্যালোরি খায় সিলিকন-চিনা মাটির
বীর্য,
শৌর্য বীর ধ্যান মগ্ন ক্ষয় ধরা প্রাচীন
বুদ্ধ,
ঠোঁট বদ্ধ বাক-শক্তির ছোবল পড়ে
চোখের তাঁরায়,পলক স্থির !

প্রাচীন গুহায় বেরিয়ে আসে ভেজা
শ্যাওলা পিচুটি ,
আর স্লেটে আঁকা সেই মুখ অবয়ব চোখ,
মুছলেই অন্ধকারে
বেরিয়ে পড়ে চাঁদের উচু -নীচু শ্যাওলার
গলিত দেহ,
বন্ধ্যা কুমারী নারীর গর্ভ মুখ!
মস্তিস্কের কিউ লীন হয়ে শিরা ধমনীর রক্ত
ঘুন পোকা খায়!

ধ্বংস ও সৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে মমি
ইতিহাসের ফোকর দিয়ে নিশ্বাস ফেলে,
ওম্বে সদ্যজাত কোষ ও ইউটোপিয়ার গুহায়
ছবি আঁকতে চাই অজন্তা-ইলোরায় অনন্তকাল ধরে…
যেখান থেকে সভ্যতার পথ চলা শুরু…

@ বাড়ি,
তারিখ-২১/০৩/১৩
সময়-১১ঃ৫৪ দুপুর

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ