আয় তোরা সব

বোরহানুল ইসলাম লিটন ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ০৯:০৭:৪০পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

আসছে ধেয়ে শীত,
স্বার্থ ফেলে দুর্দিন আজ
করবো পরের হিত।

অন্নহীনে কাঁদছে মানুষ
বস্ত্র বিনে প্রাণ,
আয় তোরা সব সখ্যে করি
সাধ্য মতো দান!
নয় তাতে আনচান!
মন দিয়ে মন জয় করে দ্যাখ
থাকবে তা অম্লান!

হোক না ঘরের পুরান কাপড়
নয়কো কলরব,
কর দেখি বের সব!
পর হিতে মন গড়তে সদা
বলেই দিছেন রব!

আজ যদি সব রুদ্ধ থাকে
আপনা ঘরের দোর,
কাটবে কি আর ঘোর!
অজ্ঞ আঁধার কাড়বে শেষে
স্বপ্ন আশার ভোর!!

৫৯৪জন ৪৯৯জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ