
আসছে ধেয়ে শীত,
স্বার্থ ফেলে দুর্দিন আজ
করবো পরের হিত।
অন্নহীনে কাঁদছে মানুষ
বস্ত্র বিনে প্রাণ,
আয় তোরা সব সখ্যে করি
সাধ্য মতো দান!
নয় তাতে আনচান!
মন দিয়ে মন জয় করে দ্যাখ
থাকবে তা অম্লান!
হোক না ঘরের পুরান কাপড়
নয়কো কলরব,
কর দেখি বের সব!
পর হিতে মন গড়তে সদা
বলেই দিছেন রব!
আজ যদি সব রুদ্ধ থাকে
আপনা ঘরের দোর,
কাটবে কি আর ঘোর!
অজ্ঞ আঁধার কাড়বে শেষে
স্বপ্ন আশার ভোর!!
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আর্ত মানবতার সেবায় নিয়োজিত করা নিয়ে চমৎকার উপস্থাপনা।
শীতের সময় গরীবদের গরম কাপড় চোপড় দিয়ে সাহায্য করতে পারাটা দারুন ব্যাপার। আশা করি সবাই এগিয়ে আসবেন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
ভীষণভাবে কৃতজ্ঞ প্রিয় কবি।
মানুষের তরেই মানুষ হওয়া উচিত।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা অন্তহীণ।
সাবিনা ইয়াসমিন
অন্নহীনে কাঁদছে মানুষ
বস্ত্র বিনে প্রাণ,
আয় তোরা সব সখ্যে করি
সাধ্য মতো দান!
নয় তাতে আনচান!
মন দিয়ে মন জয় করে দ্যাখ
থাকবে তা অম্লান!
সুন্দর আহবান। আমরা যেন মন থেকে দান করি, তবেই সেটা অম্লান হয়ে থাকবে।
সুন্দর লিখেছেন। শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় কবি।
’মানুষ যদি হয় মানুষের জন্য
তবেই তো হবে দেশ অকাতরে ধন্য’
অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন।
ফয়জুল মহী
বেশ সমৃদ্ধময়
নয়নাভিরাম প্রকাশ ।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
আমাদের এরকম উদার হওয়া উচিত।
শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য দানে মুগ্ধ করলেন প্রিয় কবি।
’বিপদে মানুষ যদি থাকে মানুষের পাশে
তবে শুধু দেশ নয় প্রকৃতিও হাসে’
ভীষণ কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ জানিয়ে গেলাম।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
সবাই এগিয়ে আসলে, ানেক কঠিন কাজ সহজ হয়।
বোরহানুল ইসলাম লিটন
যথার্থ বলেছে প্রিয় কবি
একতা প্রতিটি কঠিন কাজকে সহজ করে দেয়।
মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল অফুরাণ।
আলমগীর সরকার লিটন
অসাধারণ এক ভাবনার প্রকাশ কবি দা অনেক শীত উষ্ণ শুভেচ্ছা রইল
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন।
তৌহিদ
এই শীতে আমাদের সামান্য সাহায্যই পারে নিপীড়িত মানুষদের একটু ওম যোগাতে।
ভালো থাকুন আপনিও।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।