আহ!

নীলাঞ্জনা নীলা ৮ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ০১:৫৬:২৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৮২ মন্তব্য

নিখাঁদ রাত্রি...
নিখাঁদ রাত্রি...

ভুলের ভেতর ফুল হয়ে ফোঁটার অপচেষ্টায় ব্রত
আস্ত একটি গোলমরিচ জীবন।
তবু উড়ুক্কু ডানার ভাঁজে ভাঁজে রক্তচন্দন ঘ্রাণ নিতে নির্জন নগ্নতায় সাঁতার কাটে
নি:শ্বাস; নোখের ভেতরে উঠে আসা উত্তপ্ত মূহুর্ত
শূণ্য হাত দিয়ে ধরে রাখা কথাগুলো হাসে বাঁকা ঠোঁটে।
পাওয়া হয়না কিছু;
অবোধ জ্যোৎস্না শ্বেতপদ্মের শরীরে আছড়ে পড়ে তছনছ করে
তার রাজকীয় রাজপ্রসাদ।
ওদিকে হাওয়ার তোড়ে উড়ে যায় ইতিহাসের পান্ডুলিপি
টুকরো টুকরো হয়ে ছিঁড়ে পড়ে একেকটি সবুজ পৃষ্ঠা
সূচিপত্রে নেই দিকনির্দেশনা অক্ষরের ভীড়ে পাওয়া যায়না খুঁজে একটি নাম।
'আমি' নামহীন, ছাদ-চারদেয়ালের ভেতর গৃহহীন।
দারুচিনি দ্বীপ ডেকে যায়,
ছুটছি-----
বুকের ভেতরের ওম ছটফট করে,
আহ!

**হঠাৎ পায়ের পাতায় আলতো ছোঁয়া কার! আমি! আমার!!!
যেনো এলাচের ঘ্রাণে ডুবে যাচ্ছে নিখাঁদ রাত্রি রোমাঞ্চকর শিহরণে।

 

হ্যামিল্টন, কানাডা
২৫ সেপ্টেম্বর, ২০১৫ ইং লেখাটির শুরু,
শেষ হলো আজ, এখন ১০ অক্টোবর, ২০১৫ ইং।

0 Shares

৮২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ