আহ্লাদী কৃষ্ণচূড়া

ছাইরাছ হেলাল ১৪ আগস্ট ২০২১, শনিবার, ০৫:১১:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

আকাশে জলভরা মেঘ, ফ্যাকাসে মলিন, তথাপি-তবুও
যথারীতি কবিত্ব-ফবিত্ব ছাড়াই তো শরৎ এসে গেল
স্পর্শ-বিভ্রম ও;

স্বপ্ন-ধুতরা কুট কুট করে খেয়ে নিচ্ছে ভূত-ভবিষ্যৎ,
একটু একটু করে,পরস্ত্রী-অন্ধকার প্রহেলিকার মত
বিলাপ প্রহরের নীল-কান্নার ভান চালিয়ে।

একটু তুখোড় চুমুর মতো ধ্রুব-শরৎ-ঝড় আমার চাই,
হেঁজিপেঁজি এবং হাঁপানি বিহীন স্বতঃপ্রণোদিত উচ্ছ্বাসে
অজস্রের সহস্র জীবন, সত্য সুন্দরে।

ক্ষিপ্র কল্পতার নিয়মতান্ত্রিক গ্যাঁড়াকলের জুজু সে তো দেখেছি অনেক,
শ্রান্ত-স্বপ্নের বোঝা চুপিসারে ঝুলে পড়ে প্রশ্নবিদ্ধ আচরণে
চমৎকার নিত্য সঙ্গীদের মত।

চকচকে চকমকে মুহুর্মুহু কবিতা তো চাইনি, চাই- ও-না,
ভেজা গন্ধমাখা কুহেলি-ও-না,
শুধু ভেসে আসা ঝিনুক-সঙ্কেতের অবিরত উন্মোচন, নির্জনে,
নৈশ-বস্ত্র খুলে রত্ন-গভীর লালের কৃষ্ণচূড়ার মত আহ্লাদিত
সুরে-স্বরে।

ছবি নেট থেকে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ