প্রতিষ্ঠালগ্ন হতেই সোনেলাকে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন সোনেলার প্রতিষ্ঠাতা, পরিচালকবৃন্দ, মডারেটর গন, ব্লগার, পাঠক এবং শুভানুধ্যায়ীসহ সবাই। আমরা সবাই এটিকে একটি শান্তির নীড় হিসেবেই দেখি এবং হৃদয়ে ধারণ করি, এখানে যারা লেখালেখি করেন, পাঠক সবাই একজন এই পরিবারের সদস্য হিসেবেই যার যার যোগ্যতা আনুযায়ী অবস্থান নিয়ে আছেন। সোনেলায় যে একটি আন্তরিক পরিবেশ বজায় আছে তা দেশের অন্য কোন ব্লগে অনুপস্থিত, এটিই আমাদের গর্ব এবং সাফল্য। এই গর্ব এবং সাফল্য অর্জন সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়।

সোনেলায় সদস্য বৃদ্ধি পাওয়ায় একটি বড় পরিবারের ন্যায় এখানেও কিছুটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি।এই অস্থিরতা, তিক্ততা পরিহারের জন্য এবং সোনেলার শান্তিপূর্ন পরিবেশ বজায়ের স্বার্থে প্রকাশিত কয়েকটি পোষ্ট মুছে দেয়া হয়েছে। সোনেলা ব্লগ টিম আশা করে এমন ধরনের অস্থিরতা সৃষ্টিকারী পোষ্ট ভবিষ্যতে কোন ব্লগার আর প্রকাশ করবেন না। এর পর থেকে সামান্যতম অশালীন ইঙ্গিতপূর্ণ লেখাও কঠোর নজরদারির আওতায় থাকবে,  আমরা আরো আশাকরি, প্রতিটি ব্লগার যেন নিজেই নিজের মডারেটরে পরিনত হন।

আসুন সৌহার্দ্যের বাতাবরণ গড়ে তুলি
সোনেলা রোদ হাসুক সবার হৃদয়ে,
সোনেলার সাথে থাকুন
শুভ কামনা।

 

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ