সমোচ্চারিত শব্দের ব্যবহার


অন্ন: ভাত

অন্য: অপর

.

আসা: আগমন

আশা: প্রত্যাশা, ভরসা

.

আবরণ: আচ্ছাদন

আভরণ: গহনা, পরিচ্ছদ, ভূষণ

.

উদ্দেশ: প্রতি/সন্ধান করা অর্থে

উদ্দেশ্য: লক্ষ্য

.

কাঁচা: অপক্ব, কোমল

কাচা: ধৌত করা

.

কাঁটা: কণ্টক

কাটা: কর্তন

.

কাঁদা: ক্রন্দন

কাদা: কর্দম

.

কূল: তীরভূমি, উপকূল

কুল: বরই/জাত (বংশ)

.

কাল : সময় অর্থে

কালো: রং অর্থে (কালা)

.

করুন: কোনো কিছু করার নির্দেশ (ক্রিয়া পদে ব্যবহার)

করুণ: বেদনাপূর্ণ/শোকপূর্ণ/শোচনীয়/মর্মস্পর্শী

.

কি (?) : হ্যাঁ/না উত্তরে প্রশ্ন হলে ‘কি’ ব্যবহার হবে

কী (?): হ্যাঁ/না উত্তর বাদে অন্য ক্ষেত্রে ‘কী’ ব্যবহার হবে

.

কেন: কীজন্য

কেনো: ক্রয় করো

.

গাঁথা: গেঁথে দেওয়া

গাথা: কাহিনি, কাহিনিকাব্য

.

গাঁ: গ্রাম

গা: শরীর

.

গেল: প্রস্থান করা, যাওয়া,

গেলো: গলাধঃকরণ, খাওয়া, পান করা

.

গোঁড়া: অন্ধ বা উগ্রভাবে সমর্থনকারী

গোড়া: নিচের অংশ

.

জোড়: যুগল

জোর: বল, শক্তি, সামর্থ্য

.

দাড়ি: মুখের লোম

দাঁড়ি: দাঁড় টানা, পূর্ণচ্ছেদ

.

দীপ: বাতি/প্রদীপ

দ্বীপ: জলবেষ্টিত উঁচু স্থান

.

দেড়ী: দেড়গুণ

দেরি: বিলম্ব

.

ধুম: প্রাচুর্য, জাঁকজমক

ধূম: ধোঁয়া

.

নিচ : নিচু, তল, নিচের দিক

নীচ : নিকৃষ্ট, হীন

.

পানি: জল

পাণি: হাত

.

পাড়ি: পারাপার

পারি: সমর্থ বা সক্ষম হওয়া

.

পড়পড়: পড়ন্ত

পরপর: একের পর এক

.

পুত: পুত্র

পূত: পবিত্র

.

বাণী: কথা, উক্তি

বানি: গয়না তৈরির মজুরি

.

বাঁ: বাম

বা: অথবা, কিংবা

.

বাঁধা: বন্ধন

বাধা: প্রতিহত করা, রোধ করা

.

ভাবি: ভাইয়ের স্ত্রী

ভাবী: ভবিষ্যৎ

.

ভাল: কপাল

ভালো: উত্তম, সেরা, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, শ্রেয়

.

মন: অন্তর, হৃদয়, চেতনা

মণ: ভর/ওজন অর্থে (৪০ কেজি)

.

মত: সিদ্ধান্ত; যেমন- মতামত, মতপ্রকাশ।

মতো: সদৃশ; যেমন- তার মতো দেখতে, তার মতো খেলতে।

.

লক্ষ: লাখ (১০০ হাজার), দেখা/দৃষ্টি/খেয়াল (ক্রিয়াপদ)

লক্ষ্য: উদ্দেশ্য (বিশেষ্য)

.

লক্ষণ: ইংরেজিতে Syndrome অর্থে/আচরণ

লক্ষ্মণ: রামের ভাইয়ের নাম/নাম হিসেবে (Lakshman)

.

শর: তীর/তৃণবিশেষ

ষড়: ছয় (৬)

.

শংকর: শিবের একটি নাম/নাম হিসেবে (Shankar)

সংকর: মিশ্রণ

.

সর: দুধের মালাই

স্বর: আওয়াজ, শব্দ, সুর

.

শব: মৃতদেহ

সব: সমস্ত

.

সুত: পুত্র

সূত: সারথি, জাত

.

শিকার: মৃগয়া

স্বীকার: মানা, বরণ করা

.

সকল: সব, সমস্ত

শকল: মাছের আঁশ

.

সরণ: রাস্তা

স্মরণ: স্মৃতি

.

সাড়া: শব্দ বা ডাকের জবাব, প্রতিক্রিয়া

সারা: সমগ্র, শেষ, আকুল

.

শাড়ি: কাপড় বিশেষ

সারি: গানের নাম, শ্রেণিবদ্ধ

.

স্বত্ব: নিজ, স্বামিত্ব/অধিকার

সত্য: যথার্থ

.

শোনা: শ্রবণ

সোনা: স্বর্ণ

.

হিসাব/হিসাবে: সাধু ভাষায়

হিসেবে: চলতি ভাষায়

.

হত: মৃত/করুণ/নগণ্য/নিম্ন অবস্থা অর্থে; যেমন- হতাহত, হতদরিদ্র।

হতো: হইত/হবে এমন অর্থে; যেমন- তুমি এলে ভালো হতো বা মন্দ হতো।

.

শব্দের প্রয়োগে আমার নিজেরই প্রচুর ভুল হয়। তাই ব্লগের মাধ্যমে নিজেও চর্চা করার জন্য শেয়ার করলাম। আমরা লেখালেখি করি বলে শব্দের সঠিক প্রয়োগটা খুবই জরুরী মনে করি।

সবার জন্য শুভ কামনা।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ