মাঝে মাঝে দুই একটা ফালতু পোষ্ট না দিলে ভালো লাগেনা। আজ একটা দিলাম। তবে কিঞ্চিৎ শিক্ষণীয়ও বটে।।
কিছু ইংরেজি শব্দের মজার তথ্যঃ (না জেনে থাকলে জেনে নিন)
►80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5,T=20, T=20, E=5,R=18 (অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80
►ইংরেজি madam ও reviverশব্দকে উল্টো করে পড়লে একই হবে।
►“a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
►“ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
►“Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
►“Abstemious ও Facetious ”শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
►ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এর পরে u আছে।
►একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
►Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
►Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
►vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।
►vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
►গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায়হল গাধা-গাধা-আমি-
জাতি।
►Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্টবানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি- দশ-পিপড়া।
►University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
►“Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হলশব্দের vowel
গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
►“Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
►”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
►“Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
►Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
►A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
(কার্টেসিঃ "পৃথিবীর মজার সব ঘটনা এবং মজার সব তথ্য" নামক একটি ফেইসবুক পেইজ)।।
২০টি মন্তব্য
খসড়া
বেশ মজা পেলাম। 🙂
নীলকন্ঠ জয়
ধন্যবাদ 🙂
তন্দ্রা
দাদারে আমি ইংরেজি পারিনা।
নীলকন্ঠ জয়
আমি বুঝি পারি? :D)
লীলাবতী
এর অনেক গুলোই জানতাম না । আমি অবশ্য ইংরেজিতে কোনোমতে পাশ :p
নীলকন্ঠ জয়
আমি বুঝি ঝাইড়া-ঝুইড়া পাশ করেছি??? আমিও TTEP (Tene Tune English Pass) \|/
আমার মন
কই জানি পড়ছিলাম। যাউগ্গা ধইন্যা পাতা :c জানার কোন শেষ নাই।
নীলকন্ঠ জয়
কোন এক পেইজে মনে কয় পড়ছিলেন। আমি একটা পেইজের নাম দিয়েছি। । 😀
জি.মাওলা
এর অনেক গুলোই জানতাম না ।
নীলকন্ঠ জয়
এখন কিন্তু জেনে গেলেন? \|/
ছাইরাছ হেলাল
লেখা ও পড়া ভাল হয়েছে ।
নীলকন্ঠ জয়
-{@ \|/
নাজমুল আহসান
ভালো লেগেছে -{@
নীলকন্ঠ জয়
ধন্যবাদ -{@
জিসান শা ইকরাম
দারুন তো 🙂 -{@
নীলকন্ঠ জয়
ধন্যবাদ -{@ -{@
শুন্য শুন্যালয়
আমার ielts দেওন লাগবো, বস একটু সাহায্য করেন .. 🙂
নীলকন্ঠ জয়
:D) আমার IELTS Score কত জানেন? থাক বললাম না। :D)
হতভাগ্য কবি
শিখালাম, আহ দারুন, ধন্যবাদ আরো কিছু দিন না
নীলকন্ঠ জয়
হুম দিবো সময় করে। ধন্যবাদ।।