আসুক ফসলের ঘ্রাণ

হালিম নজরুল ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার, ০৯:০৫:৫৩অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

ওই অপরূপ ঝরনা থেকে তুমি নদী হয়ে ওঠো।
হিমবাহ,শৃঙ্গ থেকে তুমি নেমে আসো এই মৃত্তিকার গাঁয়,
নেমে এসো প্রিয়তমা মমতার ঢেউ নিয়ে বুকে।
নেমে এসো পাখিদের সুরে,ফুলেদের গন্ধ গায়ে মেখে
এসো এই অবাঞ্চিত শূন্যতার জনপদে।
অন্ধকার গলিতে ফুটুক সভ্যতার ফুল,
স্বাগতসভায় বেজে উঠুক একঝাঁক প্রেয়সী সানাই।

সেই কবে থেকে প্রতীক্ষায় আছি সূর্য ছোঁবো বলে।
কিন্তু কারা যেন কপাট লাগিয়ে রাখে সদর দরজায়,
তোমার আলো কেড়ে নেয় এক বৃত্তবন্দী জীবন।
শূন্যে পেণ্ডুলামের মত দুলতে থাকে সভ্যতার মানচিত্র
ঠিক যেন গ্রহণকালের প্রেমের মতন।

এসো প্রিয়তমা,ঘুরিয়ে দাও এই জীবনের কাটা,
পাপড়ির পর্দা চিরে বেরিয়ে আসুক ফসলের ঘ্রাণ।

-----------------------0 0------------------------

*** (ছবি:সুপায়ন বড়ুয়া দাদার কাছ থেকে ধার করা)***

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ