
কুয়াশা মাখা চাদরে, রোদ ছুঁয়ে গেছে উঠোন ~
হিমেল হাওয়ায় দুলিয়ে গেছে সর্ষে ফুলের বন ~
শাখে ডাকে পাখী, প্রকৃতি রুপে সাঝ সাঝ ~
নিঃসঙ্গ প্রহরে, একাকীত্বের ভাঁজ ~
স্বপ্নভুক প্রাণ এক, দিন যায় গুনে গুনে ~
প্রজাপতির ডানায়, জীবনের রঙ বুনে ~
খুঁজে ফিরি বসন্ত বিলাসে প্রাণের উল্লাস ~
ফুলের হাঁসি, দোয়েলের শিষ, সবুজের নির্যাস ~
মায়ার আঁচল, তোমার রেশমী চুলের ঘ্রাণ ~
অন্তিম নিঃশ্বাসে ক্লান্তির পরিত্রাণ ~
পরম স্পর্শে জেগে উঠবে আকাশে নীল ~
একাকীত্বের অবসানে, ভালবাসায় বর্ণীল ~
বারতা নিয়ে আসবে তুমি এক প্রহরে ~
নিরবতা ভেঙে আমার অগোছালো শহরে ।
~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৪/০১/২০২০
ঢাকা ।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসার বর্ণীল বারতা একাকীত্বের অবসান ঘটিয়ে আপনার নিরবতা ভেঙ্গে ফেলুক। শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
“একাকীত্বের অবসানে, ভালবাসায় বর্ণীল ~
বারতা নিয়ে আসবে তুমি এক প্রহরে ~
নিরবতা ভেঙে আমার অগোছালো শহরে ।”
আপনার অগোছালো শহর উঠুক ভরে
ভালবাসার স্বপ্নীল বহরে।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা,
অনেক শুভ কামনা
ত্রিস্তান
বাহ্ –
কি দারুন কুজনে ডাকিছে দুজনে
বাঁধিতে প্রেমের ঘর,
রয়েছ কোথায় সুদূর নগরে
একাকী এই শহর
আসো যদি তুমি ছুটে –
প্রেমিক তোমার দু-বাহু বাড়ায়ে
জড়াবে যে করপুটে ।।
কামরুল ইসলাম
সুন্দর লিখেছেন,
ধন্যবাদ সহ অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
ভালোবাসাময় কবিতা ভালো লাগলো,
কবির মনোবাসনা পুর্ণ হোক।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
অনুপম , ভালো লাগলো ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা
সুরাইয়া পারভীন
একাকীত্বের অবসান দুহাতে সরিয়ে প্রিয়া আসুক ভালোবাসার শহরে
চমৎকার রোমান্টিক কবিতা
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
রেহানা বীথি
ভালোবাসার বারতা আসুক বর্ণিল হয়ে।
সুন্দর লিখলেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
পর্তুলিকা
ভালোবাসার কবিতায় ভালোলাগা জানালাম।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা