আসবে তুমি

কামরুল ইসলাম ২৪ জানুয়ারী ২০২০, শুক্রবার, ১১:৩৬:৫৪পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

কুয়াশা মাখা চাদরে, রোদ ছুঁয়ে গেছে উঠোন ~
হিমেল হাওয়ায় দুলিয়ে গেছে সর্ষে ফুলের বন ~
শাখে ডাকে পাখী, প্রকৃতি রুপে সাঝ সাঝ ~
নিঃসঙ্গ প্রহরে, একাকীত্বের ভাঁজ ~
স্বপ্নভুক প্রাণ এক, দিন যায় গুনে গুনে ~
প্রজাপতির ডানায়, জীবনের রঙ বুনে ~
খুঁজে ফিরি বসন্ত বিলাসে প্রাণের উল্লাস ~
ফুলের হাঁসি, দোয়েলের শিষ, সবুজের নির্যাস ~
মায়ার আঁচল, তোমার রেশমী চুলের ঘ্রাণ ~
অন্তিম নিঃশ্বাসে ক্লান্তির পরিত্রাণ ~
পরম স্পর্শে জেগে উঠবে আকাশে নীল ~
একাকীত্বের অবসানে, ভালবাসায় বর্ণীল ~
বারতা নিয়ে আসবে তুমি এক প্রহরে ~
নিরবতা ভেঙে আমার অগোছালো শহরে ।
~~~~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২৪/০১/২০২০
ঢাকা ।

৪২৭জন ৩৫৪জন
3 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ